আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মরক্কোয় মিনিবাস উল্টে নিহত ২৪

মরক্কোয় মিনিবাস উল্টে নিহত ২৪


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৮, ২০২৩ , ৪:০২ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : মরক্কোয় মিনিবাস উল্টে অন্তত ২৪ জন নিহত হয়েছে। রোববার দেশটির আজিলাল প্রদেশে এ ঘটনা ঘটেছে। স্থানীয় কর্তৃপক্ষ জানিয়েছে, ডেমনেট শহরের একটি সাপ্তাহিক বাজারে যাত্রীদের বহনকারী একটি মিনিবাস উল্টে যায়। এতে ২৪ জন নিহত হয়েছে। মরক্কো এবং উত্তর আফ্রিকার অন্যান্য দেশের রাস্তায় প্রায়ই সড়ক দুর্ঘটনা ঘটে।

ন্যাশনাল রোড সেফটি এজেন্সির তথ্য অনুসারে, মরক্কোতে বছরে গড়ে তিন হাজার ৫০০ জন সড়ক দুর্ঘটনায় নিহত এবং ১২ হাজার জন আহত হয়। দেশটিতে সড়ক দুর্ঘটনায় গড় মৃত্যুর সংখ্যা ১০।