মসিক নির্বাচন : ইভিএমে ভোটে ধীরগতি, ভোটারদের ভোগান্তি
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ৯, ২০২৪ , ৩:৫৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
দিনের শেষে ডেস্ক : ময়মনসিংহ সিটি কর্পোরেশন নির্বাচনে সকাল ৮টা থেকে নগরীর ৩৩টি ওয়ার্ডের ১২৮টি কেন্দ্রে শান্তিপূর্ণ পরিবেশে ভোটগ্রহণ চলছে। কিন্তু ভোটারদের অভিযোগ, ইভিএম-এর কারণে ভোটগ্রহণে ধীরগতি ও ভোগান্তি পোহাতে হচ্ছে। অধিকাংশ কেন্দ্রে রোদের মধ্যে দীর্ঘ লাইনে দাঁড়িয়ে ঘণ্টার পর ঘণ্টা ভোটপ্রদানের জন্য অপেক্ষা করতে হচ্ছে। সকাল সাড়ে ৯টায় ভোট দিতে কেন্দ্রে এসে লাইনে দাঁড়িয়েছিলেন কুলসুম বেগম। দুপুর ১টায় ভোট দিয়ে বেরিয়েছেন তিনি। আরেক ভোটার রিমন আক্তার এসেছিলেন বেলা ১১টার দিকে, এই রিপোর্ট লেখার সময় পর্যন্ত ভোট দিতে পারেননি তিনি।
সুফিয়া নামে আরেক নারী ভোটার দীর্ঘ তিন ঘণ্টা লাইনে দাঁড়িয়ে থেকেও আঙুলের ছাপ না মেলায় ভোট দিতে পারেননি। শনিবার (৯ মার্চ) দুপুরে ময়মনসিংহ নগরীর গোহাইলকান্দি উচ্চ বিদ্যালয় কেন্দ্রে গিয়ে কথা হয় কুলসুম, রিমন আক্তার ও সুফিয়ার সঙ্গে। ক্ষোভ প্রকাশ করে সুফিয়া বলেন, ‘রোদের মধ্যে তিন ঘণ্টা দাঁড়িয়ে থেকে যখন ভোট দিতে ভেতরে ঢুকলাম তখন তারা বলছেন আমার আঙুলের ছাপ নাকি মিলছে না। পরে বলল, বিকেল ৩টার পরে আসার জন্য, তখন ভোট দেওয়ার ব্যবস্থা করে দেবে। আগে জানলে ভোট দিতে আসতাম না, অযথা কষ্ট করলাম!’