আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব লীড মহানবীকে অপমান করায় শিখ উপাসনালয়ে হামলা, দাবি আইএসের

মহানবীকে অপমান করায় শিখ উপাসনালয়ে হামলা, দাবি আইএসের


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: জুন ২০, ২০২২ , ১১:০১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব লীড


দিনের শেষে ডেস্ক : মহানবীকে অপমান করায় শিখ উপাসনালয়ে হামলা, দাবি আইএসেরআফগানিস্তানে শিখ উপাসনালয়ে হামলা ভারতে মহানবী হযরত মুহাম্মদকে (সা.) অপমান করার বদলা হিসেবে আফগানিস্তানের রাজধানী কাবুলের শিখ উপসানলয়ে হামলা চালানো হয়েছে। এমন দাবি করেছে জঙ্গিগোষ্ঠী ইসলামিক স্টেট (আইএস) । বার্তা সংস্থা এএফপির প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে। চলতি মাসের শুরুতে মহানবী সম্পর্কে বিজেপি নেতা নুপুর শর্মার মন্তব্যের কারণে বেশ কয়েকটি দেশে বিক্ষোভ ছড়িয়ে পড়ে। পরে তাকে দল থেকে বহিষ্কার করে বিজেপি। আমাক নিউজ এজেন্সিতে দেওয়া একটি বার্তায় আইএসের পক্ষ থেকে বলা হয়, তাদের একজন যোদ্ধা কাবুলে হিন্দু ও শিখ মুশরিকদের একটি মন্দিরে প্রবেশ করে গার্ডকে হত্যা করে। পরে তার মেশিনগান এবং হ্যান্ড গ্রেনেড দিয়ে ভেতরে থাকা লোকজনের ওপর গুলি চালায়। এ ঘটনায় দুজন নিহত ও সাতজন আহত হয়েছেন। গুরুদুয়ারায় কমপক্ষে ৩০ জন পুণ্যার্থী অবস্থান করছিলেন উল্লেখ করে তালেবান সরকারের এক মুখপাত্র জানান, আক্রমণকারীরা বিস্ফোরকবোঝাই একটি গাড়ি নিয়ে যাচ্ছিল। লক্ষ্যে পৌঁছার আগেই তা বিস্ফোরিত হয়। বিস্ফোরণে শিখ সম্প্রদায়ের একজন নিহত হয়েছেন। এছাড়াও হামলাকারীদের একজনকে হত্যা করা হয়েছে। হামলার শিকার গুরুদুয়ারাটি ছিল কাবুলের একমাত্র শিখ উপাসনালয়। সত্তরের দশকের আফগানিস্তানে প্রায় এক লাখ শিখ ছিল। সেই সংখ্যা কমতে কমতে এখন মাত্র কয়েক শ’তে নেমে এসেছে।