আজকের দিন তারিখ ১৬ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬

মহারাষ্ট্রে ভূমিধসে নিহত ১৬


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২২, ২০২৩ , ৪:৫৮ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  ভারতের পশ্চিমের রাজ্য মহারাষ্ট্রের রায়গড় জেলায় ভূমিধসে ১৬ জন নিহত হয়েছে। এ ঘটনায় এখনও নিখোঁজ শতাধিক গ্রামবাসী। তাদের খোঁজে শুক্রবার সকাল থেকে নতুন করে উদ্ধারকাজ শুরু হয়েছে।  স্থানীয় প্রশাসন জানিয়েছে, গত কয়েক দিন ধরেই মহারাষ্ট্রের বেশ কয়েকটি জেলায় ভারী থেকে অতি ভারী বৃষ্টি হচ্ছে। তার মধ্যে রায়গড়ও রয়েছে। বুধবার রাত ১১টা নাগাদ জেলার ইরশালওয়াড়ির একটি আদিবাসী গ্রামে পাহাড়ের ঢাল বেয়ে ধস নামে। এই গ্রামে রয়েছে ৫০টি বাড়ি। এর মধ্যে ১৭টি বাড়ি ধসের নীচে চাপা পড়ে। মোট ২২৮ জন গ্রামবাসীর মধ্যে ১৬ জনের মৃত্যু হয়েছে। ৯৩ জনকে খুঁজে পাওয়া গেছে। কিন্তু ৪৮ ঘণ্টা কেটে গেলেও এখনও নিখোঁজ রয়েছে ১১৯ জন গ্রামবাসী।

রায়গড়ে থেমে থেমে ভারী বৃষ্টি হওয়ায় উদ্ধারকাজ মাঝেমধ্যেই থমকে যাচ্ছে। উদ্ধারকারীরা জানাচ্ছেন, ভারী বৃষ্টির কারণে আরও ধস নামার আশঙ্কা বাড়ছে। ফলে উদ্ধারকাজ ব্যাহত হচ্ছে।