আজকের দিন তারিখ ১লা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ১৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মা হচ্ছেন বিপাশা বসু, সুখবর দিলেন নিজেই

মা হচ্ছেন বিপাশা বসু, সুখবর দিলেন নিজেই


পোস্ট করেছেন: delwer master | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৭, ২০২২ , ১০:৫০ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : অবশেষে গুঞ্জনই সত্যি হলো। প্রথমবার মা হতে চলেছেন বলিউড অভিনেত্রী বিপাশা বসু। বেবি বাম্পের ছবি দিয়ে নিজেই সুখবরটি দিয়েছেন এই তারকা। এর আগে গত মাসে খবরটি ছড়িয়ে পড়েছিল, কিন্তু তখন বিষয়টি নিশ্চিত হওয়া যায়নি। মঙ্গলবার (১৬ আগস্ট) ইনস্টাগ্রামে দুইটি ছবি পোস্ট করে ঘরে নতুন অতিথি আসার খবরটি সবার সঙ্গে শেয়ার করেছেন তিনি। ছবিতে স্পট বিপাশার বেবি বাম্প। অনাগত সন্তানকে পরম যত্নে দু’হাত দিয়ে আগলে রেখেছেন তিনি। ঢিলেঢালা সাদা শার্টে তার চেহারায় মাতৃত্বের আভা। তাকে আগলে রেখেছেন স্বামী করণ সিং গ্রোভার। ছবির ক্যাপশনে বিপাশা লেখেন, ‘একটি নতুন সময়, একটি নতুন অধ্যায়, এক নতুন আলো আমাদের জীবনে নতুন রং যোগ করল। আমাদের যেন আরও একটু পূর্ণতা দিল। আমরা আলাদাভাবে নিজেদের জীবন শুরু করেছিলাম, পরে একে অপরকে খুঁজে পাই। তখন দু’জন মিলে জীবন সাজিয়েছি। কিন্তু শুধু দু’জনের জন্য এত ভালোবাসা একটু অন্যায় হয়ে যাচ্ছিলৃ তাই খুব শিগগিরই আমরা দুই থেকে তিন হচ্ছি। ’ সুখবরটি জানানোর পর, শুভেচ্ছায় ভাসছেন বিপাশা ও করণ। ভক্ত থেকে ইন্ডাস্ট্রির বন্ধুরা সবাই তাদের শুভ কামনা জানিয়েছেন। ২০১৫ সালে ‘অ্যালোন’ সিনেমায় একসঙ্গে কাজ করার সময়ই নাকি করণের প্রেমে পড়েন বিপাশা। ২০১৬ সালে বিয়ে করেন তারা। এবারই প্রথমবারের মতো তাদের ঘরে আসছে নতুন অতিথি।