আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মা হতে চলেছেন কি বিপাশা বসু?

মা হতে চলেছেন কি বিপাশা বসু?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১০, ২০২২ , ৪:৪২ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :   বিয়ের পর থেকেই বড়পর্দায় দেখা মেলে না বিপাশা বসুর। তবে অভিনেত্রী সোশ্য়াল মিডিয়া পেজে চোখ রাখলেই দেখা যায় করণ সিং গ্রোভারের সঙ্গে গুছিয়ে সংসার করছেন এই সুপার মডেল। এমনকি চুটিয়ে উপভোগও করছেন জীবনের এই সময়টা। দেশ বিদেশের নানা জায়গায় প্রায়ই একসঙ্গে ছুটি কাটাতে দেখা যায় করণ ও বিপাশাকে। সম্প্রতি পাপারাৎজিদের ক্যামেরাবন্দি হন এই দম্পতি। সেখান থেকেই শুরু বিপাশার অন্তসত্ত্বা হওয়ার গুঞ্জন।

সোশ্যাল মিডিয়ায় ভাইরাল সেই ছবি ও ভিডিওতে দেখা যায়, বড় সাইজের ঢিলেঢালা একটি নীল রঙের পোশাক পরেছেন বিপস। সেই ছবি দেখে নেটিজেনদের বেশিরভাগেরই ধারণা করণ ও বিপাশার ঘরে আসতে চলেছে তাদের প্রথম সন্তান। এক ফ্যান লিখেছেন,’বিপাশা প্রেগনেন্ট, এ ব্যাপারে আমি ১০০ শতাংশ নিশ্চিত’। অন্যএক ফ্যান লিখেছেন, তিনি মনে করেন মা হতে চলেছেন বিপাশা। তার চেহারা ঔজ্জ্বল্য তারই পূর্বাভাস দিচ্ছে।

ইতিমধ্যেই বেশ কয়েকটি নিউজ মিডিয়ার দাবি যে এই খবর পুরোপুরিই সত্যি। এমনকি অনেকেই সোশ্যাল মিডিয়ায় অনুমান করতে শুরু করেছে যে ঠিক কতমাসের অন্তসত্ত্বা বিপাশা। এখনও অবধি অবশ্য এই বিষয়ে কোনওরকম মন্তব্য করেননি এই দম্পতি। তবে বিপাশার ঘনিষ্ঠ এক সহ অভিনেতা ও বন্ধু জানিয়েছেন যে, আপাতত বিপাশা প্রেগনেন্ট নন, যদি তাদের সন্তান আসে তাহলে সেই খবর আনন্দের সঙ্গে তার ফ্য়ানেদের সঙ্গে শেয়ার করবেন বিপাশা ও করণ। সূত্র: আনন্দবাজার

বাংলদেশ জার্নাল/এমএস