আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মা হারালেন ফোকসম্রাজ্ঞী মমতাজ

মা হারালেন ফোকসম্রাজ্ঞী মমতাজ


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ৩০, ২০২১ , ১২:৫০ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক :  ফোকসম্রাজ্ঞী ও সংসদ সদস্য মমতাজের মা উজালা বেগম আর নেই। বৃহস্পতিবার তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন। জানা গেছে, অনেকদিন ধরেই অসুস্থ ছিলেন মমতাজের মা। চলতি বছরের এপ্রিলে মায়ের উন্নত চিকিৎসার জন্য ভারতেও নিয়ে যাওয়া হয় তাকে৷ অবশেষে আজ না ফেরার দেশে পাড়ি জমালেন।

পারিবারিক সূত্রে জানা গেছে, উজালা বেগমের দাফন আজই সম্পন্ন হবে। সবার কাছে মায়ের জন্য দোয়া চেয়েছেন মমতাজ। মমতাজের বাবা বিখ্যাত বাউল শিল্পী মধু বয়াতী৷ তিনি দুটি বিয়ে করেছিলেন। দ্বিতীয় স্ত্রী ছিলেন উজালা। মমতাজসহ আরও দুই পুত্রের জন্ম দিয়েছেন উজালা বেগম।