আজকের দিন তারিখ ২৪শে নভেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৯ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মাঝপথে বিমান বিধ্বস্ত, সব যাত্রীই নিহত

মাঝপথে বিমান বিধ্বস্ত, সব যাত্রীই নিহত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২১, ২০২০ , ১২:০৫ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :   জরুরি অবতরণ করার সময় যুক্তরাষ্ট্রের টেক্সাস রাজ্যে একটি বিমান বিধ্বস্ত হয়ে অন্তত চার যাত্রী নিহত হয়েছেন। বিমানটি যান্ত্রিক ত্রুটির কারণে গন্তব্যের আগে অবতরণ করার চেষ্টা করছিল।  রোববার (২০ সেপ্টেম্বর) টেক্সাসের স্থানীয় সময় সকাল ১০টা ৫০ মিনিটে হিলটপ লেকস এয়ারপোর্টে ওই বিমানটি দুর্ঘটনার কবলে পড়ে। বিমানটিতে দুজন নারী ও দুজন পুরুষ যাত্রী ছিলেন। তারা প্রত্যেকেই এ দুর্ঘটনায় নিহত হয়েছেন।

বিমানটি অস্টিন থেকে লুইসিয়ানায় যাচ্ছিল ঠিক মাঝপথে এ দুর্ঘটনাটি ঘটে। তবে এটা ঠিক কোনো ধরনের বিমান ছিল, তা এখনও জানা যায়নি। ঘটনার সঙ্গে সঙ্গে ছুটে যায় উদ্ধারকারী দল। দুর্ঘটনায় মৃতদের মধ্যে একজন ওই বিমানের যাত্রী ও অপরজন পাইলট। মৃতদের মধ্যে একজনের নাম চার্লস ই ওলফ ও অপরজন ওয়েন ডি কাহুন। এদের মধ্যে কে বিমান চালাচ্ছিল তা জানা যায়নি।

জানা গেছে, ওই বিমানটিতে করে যাত্রীকে নিয়ে হাসপাতালে যাচ্ছিল। এটি ছিল একটি সিঙ্গেল ইঞ্জিনের চারজন যাত্রী বিশিষ্ট একটা প্লেন। এর আগে চলতি মাসেই যুক্তরাষ্ট্রে আরও একটি বিমান দুর্ঘটনা ঘটে। মন্টানায় একটি ছোট বিমান দুর্ঘটনায় মৃত্যু হয়েছিল দুজনের। আহত হন আরও একজন। সিসি লেক বিমানবন্দরের উত্তরে রাতের দিকে এ দুর্ঘটনা ঘটেছিল। পরে ভোরে কর্তৃপক্ষ ওই ভেঙে পড়া বিমানটি খুঁজে পায়।