আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
লাইফ স্টাইল মাত্র ৫ মিনিটে করে ফেলুন পারফেক্ট পাফ

মাত্র ৫ মিনিটে করে ফেলুন পারফেক্ট পাফ


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১১, ২০১৬ , ৬:৩৯ অপরাহ্ণ | বিভাগ: লাইফ স্টাইল


st-02কাগজ অনলাইন ডেস্ক: সামনের চুলগুলো পাফ করে কিছুটা ফুলিয়ে একটি ছোট হাত খোঁপা কিংবা টুইস্ট বেনি অথবা অন্য যেকোন হেয়ার স্টাইল করা হয়। পাফ ছাড়া চুলে কোন স্টাইলই তেমন মানায় না। পার্লারে যেকোন হেয়ার স্টাইল করার আগে চুলে পাফ করে নেওয়া হয়। অনেকে বাসায় নিজে করে থাকেন চুলের পাফ। তবে পার্লারের মত পারফেক্ট পাফ হয় না। বাসায় করতে গেলে কোন না কোন সমস্যার সম্মুখিন হতে হয় আপনাকে। চুলে পাফ করতে গিয়ে চলে যায় অনেকটা সময়।

চুলের এই পাফ যদি পাঁচ মিনিটে করা যায়, তবে কেমন হয় বলুন তো? অবাক হচ্ছেন? ভাবছেন পাঁচ মিনিটে পাফ করা কি করে সম্ভব! অবাক হওয়ার কিছু নেই, কিছু কৌশলে পাঁচ মিনিটে চুলে পাফ করা সম্ভব। এই পাফ করা হেয়ার স্টাইল আপনি করতে পারেন যেকোন অনুষ্ঠানে।