আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মাদক মামলায় নায়িকা একার জামিন

মাদক মামলায় নায়িকা একার জামিন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২১ , ২:২১ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : মাদক মামলায় গ্রেফতার চিত্রনায়িকা একা জামিন পেয়েছেন। আজ মঙ্গলবার (১০ আগস্ট) ঢাকা মেট্রোপলিটন ম্যাজিস্ট্রেট আতিকুর রহমান তার জামিন আবেদন মঞ্জুর করেন। তবে তার বিরুদ্ধে হত্যা চেষ্টার মামলা থাকায় এখনই মুক্তি পাচ্ছেন না তিনি। এর আগে গত ১ আগস্ট পৃথক দুই মামলায় একাকে ঢাকা মহানগর হাকিম আদালতে হাজির করে পুলিশ। তদন্ত কর্মকর্তা মামলার সুষ্ঠু তদন্তের জন্য তিনদিন করে মোট ছয়দিনের রিমান্ডের আবেদন জানান। শুনানি শেষে ঢাকা মহানগর হাকিম মোহাম্মদ জসিম রিমান্ড নামঞ্জুর করে তাকে কারাগারে পাঠানোর আদেশ দেন।
এর আগে ৩১ জুলাই দিবাগত রাতে রাজধানীর হাতিরঝিল থানায় একার বিরুদ্ধে দুটি মামলা হয়। নির্যাতনের অভিযোগে গৃহকর্মী হাজেরা বাদী হয়ে নারী ও শিশু নির্যাতন দমন আইনে একটি মামলা করেন। আর একার বাসা থেকে মাদক উদ্ধার হওয়ার ঘটনায় পুলিশ বাদী হয়ে আরেকটি মামলা করে। গৃহকর্মীকে নির্যাতনের অভিযোগে রাজধানীর উলনের বাসা থেকে ৩১ জুলাই সন্ধ্যায় একাকে আটক করে পুলিশ। এ সময় তার বাসা থেকে ইয়াবা এবং বিদেশি মদ উদ্ধার করা হয়।