আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মাদকাসক্ত হয়ে রিহ্যাবে গায়ক হানি, দুঃসময়ে পাশে ছিলেন যারা

মাদকাসক্ত হয়ে রিহ্যাবে গায়ক হানি, দুঃসময়ে পাশে ছিলেন যারা


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ১৬, ২০২৩ , ৫:০৬ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে ডেস্ক : বলিউডের শ্রোতাপ্রিয় গায়ক হানি সিং। এক সময় সংগীত ক্যারিয়ারে দারুণ সময় পার করেছেন তিনি। কিন্তু মানসিক অবসাদ, মাদকাসক্তি এই সুরের ছন্দে পতন ঘটায়। বাইপোলার ডিজঅর্ডারে আক্রান্ত হন হানি সিং। রুপালি জগতের চাকচিক্য থেকে তাকে রিহ্যাব সেন্টারে থাকতে হয়েছে। সবকিছু মিলিয়ে গত কয়েক বছর কঠিন সংগ্রাম করেছেন ‘লুঙ্গি ড্যান্স’খ্যাত এই শিল্পী।

হানি সিংয়ের দুঃসময়ে পাশে পেয়েছিলেন বলিউডের কয়েকজন তারকা অভিনয়শিল্পীকে। বলিউড হাঙ্গামার সঙ্গে আলাপকালে এসব তারকাদের স্মরণ করেছেন এই শিল্পী। হানি সিং বলেন— ‘আমার অবস্থা খুব খারাপ হয়ে গিয়েছিল। বুঝতে পারছিলাম না কোন ডাক্তারের কাছে যাব। দীপিকা পাড়ুকোনের একই সমস্যা হয়েছিল। কিন্তু আমার মতো এত খারাপ ছিল না। দীপিকার পারিবারিক এক ডাক্তার দিল্লিতে বসেন। পরে তার কাছে আমাকে পাঠান দীপিকা।’

শাহরুখ ভাই আমাকে অনেক সহযোগিতা করেছেন। অক্ষয় কুমার আমার খোঁজখবর নিয়েছেন। এই সময়ে টানা ৫ বছর ফোনে কথা বলিনি। ৩ বছর কোনোরকম টেলিভিশন দেখিনি। কারণ সমসাময়িক ঘটনা আমাকে মানসিক চাপ তৈরি করত।’ বলেন হানি সিং।

ক্যারিয়ারের তুঙ্গে থেকে মাটিতে পড়ে যান হানি সিং। এ বিষয়ে এই গায়ক বলেন, ‘আমি কাজ নিয়ে ভাবি না। কারণ আমি একজন শ্রমিক। এটিকে আবার গড়ে নিতে পারব।’

ক্যারিয়ারের বাইরে ব্যক্তিগত জীবনে ঝড় বয়ে গিয়েছে হানির। কয়েক মাস আগে স্ত্রী শালিনী তালওয়ারের সঙ্গে আনুষ্ঠানিকভাবে বিবাহবিচ্ছেদ হয়েছে জনপ্রিয় এই র‌্যাপারের। বর্তমানে মডেল-অভিনেত্রী টিনা থাডানির সঙ্গে সম্পর্কে রয়েছেন তিনি। এক মাস আগে দিল্লিতে একটি অনুষ্ঠানে নতুন প্রেমিকাকে সবার সঙ্গে পরিচয় করিয়ে দেন হানি।