আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মাদারীপুরে গলা কেটে গৃহবধূকে ফেলা হলো নদীতে

মাদারীপুরে গলা কেটে গৃহবধূকে ফেলা হলো নদীতে


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১:১১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


11মাদারীপুর:  মাদারীপুরের কালকিনি উপজেলার বাঁশগাড়ী এলাকায় রেবা বেগম (৩০) নামে এক গৃহবধূকে গলা কেটে হত্যার চেষ্টা করেছে দুর্বৃত্তরা।

বৃহস্পতিবার সকালে আড়িয়াল খাঁ নদীর বাঁশগাড়ী লঞ্চঘাটের পশ্চিম পাড় থেকে তাকে মুমূর্ষু অবস্থায় উদ্ধার করা হয়। আহত গৃহবধূ বাশঁগাড়ি এলাকার উলারচড় গ্রামের আকতার হাওলাদারের স্ত্রী।

স্থানীয় সূত্রে জানা গেছে, বুধবার সন্ধ্যায় আহত গৃহবধূ ঢাকায় যাওয়ার উদ্যেশ্যে একাই বাড়ি থেকে বের হন। বৃহস্পতিবার সকালে তাকে বাঁশগাড়ী লঞ্চ ঘাটের আড়িয়াল খাঁ নদীর পাড়ে কচুরীপানার মধ্যে গলা কাটা অবস্থায় দেখতে পান এলাকাবাসী।

পরে খাসেরহাট পুলিশ ফাঁসিতে খবর দিলে তারা ঘটনাস্থলে এসে তাকে গুরুতর আহত অবস্থায় উদ্ধার করে প্রথমে মাদারীপুর সদর হাসপাতালে ভর্তি করে।

 

পরে উন্নত চিকিৎসার জন্য বরিশাল শেরে বাংলা মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।

 

পুলিশ জানায়, ওই গৃহবধূর অবস্থা আশঙ্কাজনক। কালকিনি থানার ওসি কৃপা সিন্দু বালা জানান, হত্যার উদ্দেশ্যে গৃহবধূ রেবা বেগমকে গলা কেটে নদীতে ফেলা হয়েছিল বলে প্রাথমিক ভাবে ধারণা করা হচ্ছে।