আজকের দিন তারিখ ১৭ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ৩রা মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// মাদারীপুরে ট্রাক খাদে, নিহত বেড়ে ৬

মাদারীপুরে ট্রাক খাদে, নিহত বেড়ে ৬


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১, ২০২১ , ৯:৫১ পূর্বাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


মাদারীপুর প্রতিনিধি :  মাদারীপুরের শিবচর উপজেলায় ট্রাক উল্টে খাদে পড়ার ঘটনায় নিহতের সংখ্যা বেড়ে ছয়জনে দাঁড়িয়েছে। এ ঘটনায় আহত হয়েছেন আরো দুইজন। শনিবার রাত ৯টার দিকে ঢাকা-খুলনা মহাসড়কের (এক্সপ্রেসওয়ে) শিবচরের আড়িয়াল খাঁ নদের হাজী শরীয়তুল্লাহ সেতুর টোলপ্লাজার সামনে এ দুর্ঘটনা ঘটে।

প্রত্যক্ষদর্শীরা জানান, ট্রাকটি হাইওয়ে দিয়ে দ্রুতগতিতে এসে টোল প্লাজার কাছে রেলিং ভেঙে পাশের খাদে পড়ে যায়। ট্রাকে ছাদ ঢালাইয়ের পাইপসহ অন্যান্য মালামাল ছিল। এর ওপরে ৮-১০ জন সাধারণ যাত্রী বসে ছিলেন।

শিবচর হাইওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আলী বলেন, ট্রাকটি নিয়ন্ত্রণ হারিয়ে টোলপ্লাজায় কর্মরতদের ওপর উঠিয়ে দেয়। এতে টোলপ্লাজার তিন কর্মকর্তাসহ ছয়জন মারা যান। এ বিষয়ে আইনগত ব্যবস্থা নেয়া হবে।