আজকের দিন তারিখ ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মাধবপুরে চা বাগানে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ

মাধবপুরে চা বাগানে স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ২৪, ২০২০ , ১২:৩৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


মাধবপুর (হবিগঞ্জ) প্রতিনিধি : হবিগঞ্জের মাধবপুর উপজেলার সুরমা চা বাগানের শ্রমিকদের মধ্যে ইউনিসেফের অর্থায়নে বাংলাদেশ টি এসোসিয়েশনের সহযোগিতায় সাবানসহ বিভিন্ন স্বাস্থ্য সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়েছে।

করোনা সংক্রমণ রোধে এসব সুরক্ষাসামগ্রী চা বাগানের শ্রমিকদের দেয়া হয়।বৃহস্পতিবার বিকালে ব্যবস্থাপক আবুল কাশেম এ সব সুরক্ষা সামগ্রী বিতরণ করেন। সামাজিক দুরত্ব বজায় রেখে স্বাস্থ্যবিধি মেনে সুরমা চা বাগানের ২ হাজার ২০০ চা শ্রমিকের মধ্যে ১৯ লাখ টাকার সুরক্ষাসামগ্রী বিতরণ করা হয়। এ সময় চা বাগানের সহকারী ব্যবস্থাপক মলয় দেব রায়, মিরন হেসেন, ও কমল সরকারসহ শ্রমিক নেতৃবৃন্দ উপস্হিত ছিলেন। বিতরণ করা সুরক্ষা সামগ্রীর মধ্যে ছিল- সাবাণ, স্যাম্পো ও হ্যান্ড স্যানিটাইজার।করোনাভাইরাস সংক্রমণ রোধ করতে এসব বিতরণ করা হয়। ইউনিসেফের অর্থায়নে দেশের বৃহৎ এ চা বাগানে শ্রমিকদের মধ্যে সুরক্ষা সামগ্রী বিতরণ হয়।