মানবতাবিরোধী অপরাধ: আমৃত্যুর সাজা কমে শামসুল হকের ১০ বছর কারাদণ্ড
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: নভেম্বর ১৪, ২০২৩ , ৪:৩৩ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
দিনের শেষে প্রতিবেদক : মুক্তিযুদ্ধের সময় সংঘটিত হত্যা, গণহত্যাসহ মানবতাবিরোধী অপরাধের মামলায় মামলায় জামালপুরের শামসুল হকের আমৃত্যু কারাদণ্ডেরর সাজা কমিয়ে ১০ বছরের কারাদণ্ড দিয়েছেন আপিল বিভাগ। মঙ্গলবার (১৪ নভেম্বর) প্রধান বিচারপতি ওবায়দুল হাসানের নেতৃত্বে ৬ বিচারপতির আপিল বেঞ্চ এ রায় দেন। আদালতে আসামিপক্ষে উপস্থিত ছিলেন ব্যারিস্টার এহসান এ. সিদ্দিক। রাষ্ট্রপক্ষে ছিলেন অ্যাটর্নি জেনারেল এ এম আমিন উদ্দিন।এ বিষয়ে রায় ঘোষণার জন্য ৭ নভেম্বর তারিখ ধার্য ছিল। পরে রায়ের দিন পিছিয়ে ১৪ নভেম্বর ঠিক করেন আপিল বিভাগ।
মৃত্যুদণ্ডাদেশ পাওয়া আসামিরা হলেন- জামালপুরে আশরাফ হোসাইন, আবদুল মান্নান ও আবদুল বারী। আর আমৃত্যু কারাদণ্ড দেওয়া হয় ইসলামী ব্যাংকের সাবেক পরিচালক শরীফ আহম্মেদ ওরফে শরীফ হোসেন, হারুন, আবুল হাশেম, মো. শামসুল হক ওরফে বদর ভাই ও এস এম ইউসুফ আলীকে।
আসামিদের বিরুদ্ধে হত্যা, গণহত্যা, আটক, অপহরণ, নির্যাতন, লুটপাট ও মরদেহ গুমের পাঁচটি মানবতাবিরোধী অপরাধের অভিযোগ আনা হয়। এসব অভিযোগের মধ্যে ১ ও ৫ নম্বর বাদে বাকি তিনটি প্রমাণিত হওয়ায় এসব সাজা দেয় ট্রাইব্যুনাল।