আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// মানবদেহে করোনা টিকা বঙ্গভ্যাক্স পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমতি

মানবদেহে করোনা টিকা বঙ্গভ্যাক্স পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমতি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ১৭, ২০২২ , ৫:৪২ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক : মহামারী করোনাভাইরাসের সংক্রমণ প্রতিরোধী টিকা বঙ্গভ্যাক্স মানবদেহে পরীক্ষামূলকভাবে প্রয়োগের অনুমতি দিয়েছে ওষুধ প্রশাসন অধিদফতর। আজ রবিবার বঙ্গভ্যাক্স টিকা উদ্ভাবনে নেতৃত্ব দেওয়া প্রতিষ্ঠান গ্লোব বায়োটেক এ তথ্য জানিয়েছে। গ্লোব বায়োটেকের সিনিয়র ম্যানেজার (কোয়ালিটি ও রেগুলেশন) মোহাম্মদ মহিউদ্দিন জানান, ‌‘আজকে আমরা অনুমতির বিষয়টি জানতে পেরেছি। কবে মানবদেহে বঙ্গভ্যাক্স প্রয়োগ করা হবে বা সার্বিক কার্যক্রম কীভাবে পরিচালিত হবে; তা আমরা পরে জানিয়ে দিব।’ তিনি আরও বলেন, ‘অনুমতি বিষয়টি আমরা আজ রবিবার মৌখিকভাবে জানতে পেরেছি। এ বিষয়ে এখনো লিখিত ডকুমেন্ট পাইনি।’