আজকের দিন তারিখ ২৭শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১২ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মানবদেহে করোনা প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ঔষধ দিচ্ছে ‘ইউজিবি’

মানবদেহে করোনা প্রতিরোধ ক্ষমতা বাড়ানোর ঔষধ দিচ্ছে ‘ইউজিবি’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৮, ২০২০ , ৩:৫৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


দিনের শেষে ডেস্ক :   করোনা মহামারীর ভয়াবহতার কথা চিন্তা করে অস্ট্রেলিয়ান বাংলাদেশি ব্যবসায়ী বি. খন্দকার ‘ইউনাইটেড গ্রুপ অব বাংলাদেশ’ (ইউজিবি) নামক একটি নন প্রফিট অরগানাইজেশন গঠন করেন। ইউজিবি’র মূল উদ্দেশ্য বাংলাদেশের অসহায় মানুষের পাশে দাঁড়ানো এবং করোনা পরবর্তী সময়ে বেকার, অসহায় নিম্নবিত্ত-মধ্যবিত্ত মানুষের সহায়তায় দীর্ঘমেয়াদী পরিকল্পনা নিয়ে কাজ করা। তারই ধারাবাহিকতায় এবার মানুষের কল্যানে ইউবিজি’র পক্ষ থেকে দেয়া হচ্ছে করোনার ঔষধ। এমনটাই জানালেন ইউজিবি’র চেয়ারম্যান বি. খন্দকার। তিনি বলেন, আমাদের স্পন্সর ‘এনবিএস বাই নাসিমা’ থেকে এমন একটা হোমিওপ্যাথি ঔষধ পেয়েছি। যেটি সেবন করলে মানবদেহে করোনা প্রতিরোধ ক্ষমতা বাড়ে। এই ঔষধ করোনা আক্রান্ত রোগীর জন্য কার্যকর নয়; কিন্তু যারা করোনায় আক্রান্ত হননি তাদের সুস্থ থাকতে সাহায্য করবে। এই ঔষধের কোনো পার্শ্বপ্রতিক্রিয়া নেই এবং এটি পরিক্ষিত। অনেকেই এই ঔষধ সেবন করেছেন এবং তারা এখন পর্যন্ত সুস্থ আছেন আল্লাহর রহমতে। এই ঔষধ আমরা ৫০০ শিশি পেয়েছি; যা আমরা অচিরেই বাংলাদেশের বিভিন্ন জেলায় ৫০-১০০ শিশি করে বিনামূল্যে বিতরণ করবো।