মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৬, ২০২১ , ১১:৪৭ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস
মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জে বঙ্গবন্ধু শেখ মুজিব ঢাকা ম্যারাথন বুধবার সম্পন্ন হয়েছে। বাংলাদেশ সেনাবাহিনীর ৯ম পদাতিক ডিভিশনের আয়োজনে ও জেলা প্রশাসনে সহযোগীতায় এই ম্যারাথন অনুষ্ঠিত হয়। বুধবার বিকাল চারটার দিকে শহীদ মিরাজ তপন স্টেডিয়াম থেকে ম্যারাথন শুরু হয়ে শহরের অভ্যন্তরে ৫ কিলোমিটার পথ প্রদক্ষিণ করেন ৩৫০ জন অংশগ্রহণকারী। এরআগে ষ্টেডিয়ামে সংক্ষিপ্ত বক্তব্য রাখেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. নাজিম-উদ-দৌলা, লে. কর্নেল মো.ওয়াদুদউল্লাহ চৌধুরী পিএসসি, জেলা প্রশাসক এসএম ফেরদৌস, জেলা পরিষদের চেয়ারম্যান গোলাম মহীউদ্দীন, পৌর মেয়র মো. রমজান আলী, জেলা ক্রীড়া সংস্থার সাধারন সম্পাদক সুদেব সাহা । এ সময় আরও উপস্থিত ছিলেন, স্থানীয় সরকার বিভাগের উপপরিচালক (উপসচিব) ফৌজিয়া খান, মেজর মো. শান্তনু রাজ, ক্যাপ্টেন আকিব বিন আলীম।
ম্যারাথনে সিংগাইরের কলেজ ছাত্র অমিত হাসান প্রথম স্থান অধিকার করেন। এছাড়া পুলিশ সদস্য গোলাম রসুল দ্বিতীয় স্থান ও মামুন নামের একজন তৃতীয় স্থান অধিকার করেন। বিজয়ীদের মধ্যে ক্রেষ্ট প্রদান করা হয়।