আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মানিকগঞ্জে মাস্ক না পরায় ২৩ জনকে জরিমানা

মানিকগঞ্জে মাস্ক না পরায় ২৩ জনকে জরিমানা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: মার্চ ১৫, ২০২১ , ১২:১৩ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


মানিকগঞ্জ প্রতিনিধি : মানিকগঞ্জের শিবালয় উপজেলায় মাস্ক না পরায় ২৩ জনকে ১২ হাজার ৯০০ টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালতের বিচারক। রোববার (১৪ মার্চ) বিকেলে টেপড়া বাসস্ট্যান্ড ও বাজার এলাকায় উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) বিএম রুহুল আমিন রিমন ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করে এ জরিমানা করেন।
এ বিষয়ে রুহুল আমিন রিমন বলেন, মন্ত্রপরিষদের নির্দেশনা অনুযায়ী স্বাস্থ্যবিধি মেনে চলার বিষয়ে ভ্রাম্যমাণ আদালত পরিচালনা করা হয়েছে। এ সময় টেপড়া বাসস্ট্যান্ডে বিভিন্ন বাসের যাত্রী, হেলপার ও গাড়ির চালককে মাস্ক না পরায় জরিমানা করা হয়েছে। এছাড়া টেপড়া বাজার এলাকায় মাস্ক না পরায় দোকানিদের জরিমানা করা হয়। এ সময় ২৩টি মামলায় ২৩ জনকে ১২ হাজার নয়শো টাকা জরিমানা করা হয় বলেও জানান তিনি।