আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড মানুষ প্রশ্ন করে, আমি আর্জেন্টাইন কি না: মেসি

মানুষ প্রশ্ন করে, আমি আর্জেন্টাইন কি না: মেসি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ১:৫৮ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


09অনলাইন স্পোর্টস ডেস্ক: কোপা আমেরিকায় নিজেদের প্রথম ম্যাচে চিলির বিপক্ষে খেলতে পারেননি লিওনেল মেসি। ওই ম্যাচে ২-১ ব্যবধানে জয় পেয়েছে আর্জেন্টিনা। দ্বিতীয় ম্যাচে পানামার বিপক্ষে ৬১ মিনিটে বদলি খেলোয়াড় হিসেবে নামেন তিনি। ১৯ মিনিটের মধ্যে আদায় করে নেন দুর্দান্ত এক হ্যাটট্রিক। তার দল পেয়েছে ৫-০ ব্যবধানের বড় জয়। নিশ্চিত করেছে কোপার কোয়ার্টার ফাইনালের খেলা।

এক সাক্ষাৎকারে মেসি জানালেন, দল খারাপ খেললে নাকি মানুষ প্রশ্ন করে, তিনি আর্জেন্টাইন কি না? কিন্তু বার্সেলোনা ফরোয়ার্ড বললেন, ‘আমি আর্জেন্টিনাকে মনেপ্রাণে ভালোবাসি।’

আর্জেন্টিনার জাতীয় দলের অধিনায়ক মেসি। নিজের সেরাটা ঢেলে দেয়ার চেষ্টা করেন তিনি। পানামার বিপক্ষেও তার প্রমাণ রেখেছেন। ওই ম্যাচের সেরার খেলোয়াড় বলেন, ‘চলতি কোপা আমেরিকায় একটা ধাপ পার হলাম মাত্র। এখনো অনেক পথ বাকি। গত দুটি টুর্নামেন্টে শিরোপার খুব কাছে চলে গিয়েছিলাম আমরা। এক. ব্রাজিল বিশ্বকাপের ফাইনাল খেলেছি, ‍দুই. কোপা আমেরিকার শিরোপা নির্ধারণী ম্যাচ খেলেছি। দুর্ভাগ্য আমাদের, শেষটা ভালো হয়নি।’

আর্জেন্টিনা যখন খারাপ খেলে তখনই নানা প্রশ্নের সম্মুখীন হন মেসি। এমনটি নিজ দেশের প্রতি তার আন্তরিকতা আছে কি না? এ বিষয়ে পাঁচবারের বর্ষসেরা ফুটবলার বলেন, ‘কখনো কখনো মানুষ আমাকে প্রশ্ন করে, আমি আর্জেন্টাইন কি না? বিশেষ করে দল যখন খারাপ খেলে। কিন্তু আমি আর্জেন্টিনাকে মনেপ্রাণে ভালোবাসি। একদিন মাতৃভূমিতেই ফিরে যাব।’