আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মার্কিন ড্রোন হামলায় আল–কায়েদা নেতা নিহত

মার্কিন ড্রোন হামলায় আল–কায়েদা নেতা নিহত


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১, ২০২১ , ১১:৪৯ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক :  সিরিয়ায় মার্কিন ড্রোন হামলায় সালিম আবু-আহমেদ নামের আল–কায়েদার এক নেতা নিহত হয়েছেন বলে প্রতিবেদন প্রকাশ করেছে মার্কিন সংবাদমাধ্যম ফক্স নিউজ। যুক্তরাষ্ট্রের এক সামরিক কর্মকর্তার বরাত দিয়ে প্রতিবেদনে বলা হয়, দেশটির ইদলিব শহরের কাছে ওই হামলায় তার মৃত্যু হয়। এ অঞ্চলে চালানো নানা সন্ত্রাসী হামলার পরিকল্পনায় তার হাত ছিলো বলে মনে করা হয়। এ ছাড়া হামলা চালানোর জন্য তহবিলও সংগ্রহ করতেন তিনি।

এদিকে এএনআইয়ের খবরে বলা হয়, যুক্তরাষ্ট্রের হামলায় সালিম আবু-আহমেদ নিহত হলেও সাধারণ মানুষের কোনো ক্ষয়ক্ষতি হয়নি। এটি জানিয়েছেন সংশ্লিষ্ট এক মার্কিন কর্মকর্তা। আল–কায়েদার জঙ্গিদের নিশানা করে ইদলিবে এর আগেও একাধিকবার হামলা চালিয়েছে যুক্তরাষ্ট্র। এ ছাড়া আরেক সন্ত্রাসী সংগঠন ইসলামিক স্টেটের (আইএস) প্রধান আবু বকর আল-বাগদাদিকে হত্যা করতেও এ অঞ্চলে হামলা চালানো হয়েছে।