মার্কিন নাগরিকদের বাংলাদেশ ভ্রমণ বাতিলের পরামর্শ সিডিসির
পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ১০, ২০২১ , ১২:৫৯ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////
দিনের শেষে ডেস্ক : বাংলাদেশে সম্প্রতি করোনাভাইরাসের সংক্রমণের হার ও মৃত্যু বেড়ে গেছে। এ অবস্থায় বাংলাদেশ ভ্রমণে যুক্তরাষ্ট্রের নাগরিকদের সর্বোচ্চ মাত্রায় (৪ মাত্রা) সতর্ক করা হয়েছে। বাংলাদেশে সব ধরনের ভ্রমণ বাতিল করতে বলা হয়েছে। দেশটির স্বাস্থ্য বিভাগের সেন্টারস ফর ডিজিজ কন্ট্রোল অ্যান্ড প্রিভেনশন (সিডিসি) তাদের ওয়েবসাইটে বলেছে, বাংলাশের বর্তমান করোনা পরিস্থিতিতে টিকাগ্রহণকারীরাও সুরক্ষিত নন। দেশটিতে করোনার ভ্যারিয়েন্ট ভয়াবহ রূপ নিয়েছে।
সিডিসি বলেছে, একান্তই বাংলাদেশে ভ্রমণ করতে হলে ভ্রমণের আগে অবশ্যই টিকা কোর্স সম্পন্ন করতে হবে। মাস্ক পরতে হবে ও ছয় ফুট শারীরিক দূরত্ব বজায় রাখার পাশাপাশি জনসমাগমও এড়িয়ে চলতে হবে। বারবার হাত ধোয়ার নিয়ম অবশ্যই মানতে হবে।