আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মালয়েশিয়ায় জালিয়াতি করে টিকা নেওয়ায় বাংলাদেশির কারাদণ্ড

মালয়েশিয়ায় জালিয়াতি করে টিকা নেওয়ায় বাংলাদেশির কারাদণ্ড


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৫, ২০২১ , ১১:৩১ পূর্বাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : মালয়েশিয়ায় জালিয়াতি করে করোনার টিকা নেওয়ায় মিজানুর রহমান নামে এক বাংলাদেশি যুবককে কারাদণ্ড দিয়েছে দেশটির একটি আদালত। শুক্রবার সকালে তাকে ৯ মাসের কারাদণ্ড দেওয়া হয়।
জানা যায়, মিজানুর রহমান আরেকজনের পাসপোর্টের নম্বর দিয়ে টিকা নিতে গিয়ে জালিয়াতির কারণে গ্রেফতার হন। পরে শুক্রবার তাকে পুলিশ আদালতে হাজির করলে দোষ স্বীকার করেন তিনি। ১৩ সেপ্টেম্বর সকাল ১০টায় ইউনিভার্সিটি ইসলাম মালয়েশিয়া সেন্টারে গিয়ে ভ্যাকসিন গ্রহণ করার সময় হাতেনাতে ধরা পড়েন তিনি। পরে পুলিশ দেশটির আইনের ৪১৯ ধারায় তার বিরুদ্ধে চার্জ গঠন করে শুক্রবার আদালতে হাজির করে।