আজকের দিন তারিখ ২১শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ৭ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ কত?

মালয়েশিয়ায় কর্মী পাঠানোর খরচ কত?


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: জুলাই ৬, ২০২২ , ২:১৯ অপরাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


দিনের শেষে ডেস্ক :  মালয়েশিয়ায় বাংলাদেশি কর্মী পাঠানোর জন্য এখন থেকে ৭৮ হাজার ৯৯০ টাকা খরচ ধার্য করা হয়েছে। বুধবার (৬ জুলাই) প্রবাসী কল্যাণ ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে এই তথ্য জানিয়েছেন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রী ইমরান আহমেদ। এর আগে ২০১৮ সালের ১ সেপ্টেম্বর হঠাৎ করেই মালয়েশিয়া সরকার বাংলাদেশ কর্মী বন্ধ ঘোষণা করে। এরপর প্রায় সাড়ে তিন বছর পেরিয়ে আবারও মালয়েশিয়ায় কর্মী পাঠানোর ব্যাপারে বাংলাদেশের সঙ্গে সমঝোতা হয় মালয়েশিয়ার সরকারের। তারই ধারাবাহিকতায় গত ২ জুন ঢাকায় যৌথ ওয়ার্কিং গ্রুপের এক বৈঠকে দুই দেশের মধ্যে শ্রমবাজার খোলার বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেয়া হয়।