আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস রেকর্ড ছুঁয়ে মেসি যা বললেন

রেকর্ড ছুঁয়ে মেসি যা বললেন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ২২, ২০২১ , ১১:২০ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : আর্জেন্টিনার জার্সিতে এতদিন সবচেয়ে বেশি ম্যাচ খেলার রেকর্ডটা ছিল অবসরে চলে যাওয়া ডিফেন্ডার হাভিয়ের মাসচেরানোর। প্যারাগুয়ের বিপক্ষে ১-০ গোলে জয়ের দিন তার রেকর্ডেই ভাগ বসিয়েছেন লিওনেল মেসি। সেই সংখ্যাটা এখন ১৪৭।
এই মাইলফলকের দিনে আবার কোপা আমেরিকার কোয়ার্টার ফাইনাল নিশ্চিত করেছে আর্জেন্টিনা। ম্যাচের পর তাই সাবেক সতীর্থকে স্মরণ করে পোস্ট দিয়েছেন মেসি। মাসচেরানোর সঙ্গে জাতীয় দলের ছবি পোস্ট করে ইন্সটাগ্রামে তিনি লিখেছেন, ‘এগিয়ে যাওয়ার পথে আরেকটি জয়। আমার বন্ধু মাসচেরানোর মতো এত বেশি সংখ্যকবার আকাশী নীল-সাদা জার্সি পরতে পেরে আমি গর্বিত। আমি তাকে খুব ভালোবাসি, সব সময় শ্রদ্ধা করি।’ ১৪৭ ম্যাচে মেসি আর্জেন্টিনার হয়ে গোল করেছেন ৭৩টি। অ্যাসিস্ট রয়েছে ৪৩টি।
মঙ্গলবারের পর কোপায় এক সপ্তাহের মতো বিশ্রাম পাচ্ছে মেসিরা। গ্রুপ পর্বের ফাইনাল ম্যাচে আগামী সোমবার মুখোমুখি হবে বলিভিয়ার।