আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// মাস্ক পরাতে প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর

মাস্ক পরাতে প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ প্রধানমন্ত্রীর


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১০, ২০২০ , ৩:০৪ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  মহামারি করোনা ভাইরাসের সংক্রমণ নিয়ে মানুষকে আরো সতর্ক ও সচেতন হওয়ার আহবান জানিয়েছেন প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এছাড়া করোনা সংক্রমণ ঠেকাতে মাস্ক পরতে বাধ্য করাসহ স্বাস্থ্যবিধি মেনে চলতে প্রয়োজনে ভ্রাম্যমান আদালত পরিচালনার নির্দেশ দিয়েছেন তিনি। সোমবার (১০ আগস্ট) মন্ত্রিসভায় অনির্ধারিত আলোচনায় এ নির্দেশনা দেন প্রধানমন্ত্রী।
বৈঠক শেষে সচিবালয়ে মন্ত্রিপরিষদ সচিব খন্দকার আনোয়ারুল ইসলাম এ তথ্য জানান। খন্দকার আনোয়ারুল ইসলাম আরও জানান, উজানে আরো বৃষ্টি হলে, বন্যা দীর্ঘস্থায়ী হলে বন্যা মোকাবিলা ও পুনর্বাসনে সার্বিক প্রস্তুতি নেয়ার নির্দেশনা দিয়েছেন প্রধানমন্ত্রী।সভায় চলচ্চিত্র শিল্পীদের আর্থিক সহায়তাসহ তাদের সার্বিক কল্যাণে ‘বাংলাদেশ চলচ্চিত্র শিল্পী কল্যাণ ট্রাস্ট আইন ২০২০’ এর খসড়ার  নীতিগত অনুমোদন দিয়েছে মন্ত্রিসভা কমিটি।