আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মিতু হত্যাকাণ্ড অনুসন্ধানে চট্টগ্রামে সিটিইউর তিন কর্মকর্তা

মিতু হত্যাকাণ্ড অনুসন্ধানে চট্টগ্রামে সিটিইউর তিন কর্মকর্তা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ২:২৮ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


babulচট্টগ্রাম: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খানম ওরফে মিতু আক্তার হত্যাকাণ্ডের ঘটনা অনুসন্ধানে চট্টগ্রামে এসেছে কাউন্টার টেররিজম ইউনিটের (সিটিইউ) একটি প্রতিনিধি দল।

মঙ্গলবার সকালে দলটি চট্টগ্রামে এসে পৌঁছায়। তিন সদস্যবিশিষ্ট এ প্রতিনিধি দলে প্রধান হিসেবে রয়েছেন ভারপ্রাপ্ত উপ কমিশনার সাইফুল ইসলাম। সদস্য হিসেবে রয়েছেন অতিরিক্ত কমিশনার আব্দুল মান্নান ও আরও একজন সহকারী কমিশনার।

ভারপ্রাপ্ত উপ কমিশনার সাইফুল ইসলাম জানান, সিটিইউ’র ইনচার্জ ডিআইজি মনিরুল ইসলামের নির্দেশে আমাদের তিন সদস্যের একটি দল মিতু হত্যাকাণ্ডের তথ্য অনুসন্ধানে এসেছি।

যেহেতু এ হত্যকাণ্ডে জঙ্গি সংশ্লিষ্টতার আলামত পাওয়া গেছে, জঙ্গি সম্পর্কিত বিভিন্ন তথ্য আমাদের কাছে আছে। হত্যকাণ্ডের প্রাপ্ত আলামতের সঙ্গে আমাদের তথ্যগুলো মিলিয়ে দেখা হবে। দুই ধরনের তথ্যের মধ্যে আদান-প্রদান ও সমন্বয় করে কাজ করা হবে।

এর আগে সকালে চট্টগ্রামে এসে সিএমপি কার্যালেয়ে উর্ধ্বতন পুলিশ কর্মকর্তাদের সঙ্গে একান্ত বৈঠকে করেন সিটিইউর তিন কর্মকর্তা। বৈঠকে হত্যকাণ্ডের বিভিন্ন দিক নিয়ে আলোচনা হয়।

রোববার (০৫ জুন) সকালে ছেলেকে স্কুলবাসে তুলে দিতে যাওয়ার সময় নগরীর জিইসি মোড়ের দুর্বৃত্তদের উপর্যুপরি ছুরিকাঘাত ও গুলিতে নিহত পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা খাতুন ‍মিতু। প্রকাশ্য দিবালোকে একজন পুলিশ সুপারের স্ত্রী খুন হওয়ার ঘটনা নাড়া দিয়েছে সবাইকে।