আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
জাতীয় মিতু হত্যায় সহায়তাকারী সন্দেহে মাইক্রোবাসসহ চালক আটক

মিতু হত্যায় সহায়তাকারী সন্দেহে মাইক্রোবাসসহ চালক আটক


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৯, ২০১৬ , ১:৪১ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়


78কাগজ অনলাইন প্রতিবেদক: পুলিশ সুপার বাবুল আক্তারের স্ত্রী মাহমুদা আক্তার মিতু হত্যাকাণ্ডে জড়িত সন্দেহে চট্টগ্রাম নগরী থেকে কালো রংয়ের একটি মাইক্রোবাস চালকসহ আটক করেছে পুলিশ।

বুধবার রাতে চট্টগ্রাম নগরী থেকে চালকসহ মাইক্রোবাসটি আটক করা হয়েছে বলে নিশ্চিত করেছেন চট্টগ্রাম মহানগর পুলিশ কমিশনার ইকবাল বাহার।

তিনি বলেন, ‍“একটি মাইক্রোবাস আমরা চালকসহ এনেছি। এটি সেই মাইক্রোবাস কি না তা আমরা ভেরিফাই করছি।” বৃহস্পতিবার সকালে ব্রিফিংয়ের মাধ্যমে বিস্তারিত জানানো হবে বলেও জানান তিনি।

প্রসঙ্গত, সিসিটিভি ফুটেজে দেখা গেছে, রবিবার সকালে মিতু হত্যাকাণ্ডের পর মোটর সাইকেলে করে তিনজন পালিয়ে যাওয়ার পরপরই একটি কালো রংয়ের মাইক্রোবাস যোগে গোলপাহাড় মোড়ের দিকে চলে যায়।

পুলিশের ধারণা, হত্যাকাণ্ডের সঙ্গে যুক্তদের ‌‘ব্যাক-আপ’ হিসেবে এটি ব্যবহার করা হয়ে থাকতে পারে।