আজকের দিন তারিখ ৩রা ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, মঙ্গলবার, ১৮ই অগ্রহায়ণ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি মিথ্যা ও চোরদের বাজেট : রিজভী

মিথ্যা ও চোরদের বাজেট : রিজভী


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ২, ২০১৬ , ৭:৩১ অপরাহ্ণ | বিভাগ: রাজনীতি


razviকাগজ অনলাইন ডেস্ক: ২০১৬-১৭ অর্থবছরের জন্য আওয়ামী লীগ সরকারের দেওয়া বাজেটকে মিথ্যা ও চোরদের বাজেট বলে অভিহিত করেছেন বিএনপির সিনিয়র যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী।

বৃহস্পতিবার বিকেলে ডিপ্লোমা ইনস্টিটিউট মিলনায়তনে এক আলোচনা সভায় তিনি এসব কথা বলেন। বিএনপির প্রতিষ্ঠাতা জিয়াউর রহমানের ৩৫তম শাহাদাৎবার্ষিকী উপলক্ষে বিএনপির সহযোগী সংগঠন শ্রমিকদল এ আলোচনা সভার আয়োজন করে।

বাজেটের সমালোচনা করে রিজভী বলেন, ‘কীসের বাজেট, কীসের প্রতিক্রিয়া? এই বাজেট তো মিথ্যা বাজেট, এটা চুরির বাজেট এবং চোরদের বাজেট। এতে জনকল্যাণ কিছুই হবে না। বরং এই বাজেট হবে দুর্নীতি প্রটেকশন বাজেট।’

সংগঠনের সভাপতি আনোয়ার হোসাইনের সভাপতিত্বে সভায় বিএনপির স্থায়ী কমিটির সদস্য নজরুল ইসলাম খান, শ্রমিকদলের সাধারণ সম্পাদক নুরুল ইসলাম নাসিম, সহ সভাপতি মেহেদী আলী খান, যুগ্ম সাধারণ সম্পাদক মোস্তাফিজুর করিম মজুমদারসহ শ্রমিক দলের কেন্দ্রীয় নেতারা বক্তব্য রাখেন।