আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মিরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক

মিরসরাইয়ে ইয়াবাসহ রোহিঙ্গা নারী আটক


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ২৬, ২০২১ , ১২:৪১ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


মিরসরাই (চট্টগ্রাম) সংবাদদাতা : মিরসরাইয়ে ১ হাজার ৫০০ পিস ইয়াবাসহ এক রোহিঙ্গা নারীকে আটক করেছে মিরসরাই থানা পুলিশ। বুধবার (২৫ আগস্ট) দুপুরে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কের নিজামপুর এলাকা থেকে তাঁকে আটক করা হয়। আটককৃত রোহিঙ্গা মহিলার নাম হালিমা আক্তার (৫০)। সে কক্সবাজার জেলার কুতুপালং রোহিঙ্গা শরণার্থী শিবিরের বি-ব্লকের ৮৫ নম্বর ক্যাম্পের বাসিন্দা।
মিরসরাই থানার সেকেন্ড অফিসার রাজিব চন্দ্র পোদ্দার জানান, পুলিশের একটি টিম গোপন সংবাদের ভিত্তিতে ঢাকা-চট্টগ্রাম মহাসড়কে নিজামপুর কলেজ এলাকায় চেকপোস্ট বসিয়ে অভিযান পরিচালনা করেন। চট্টগ্রাম থেকে ঢাকামুখী হিনো পরিবহনের একটি বাস তল্লাশির জন্যে থামানো হয়। তখন একজন মহিলা যাত্রীর আচরণ সন্দেহজনক হওয়ায় মহিলা পুলিশ সদস্যর মাধ্যমে তাঁর দেহ তল্লাশি কালে বোরকার ভেতর কৌশলে রাখা অবস্থায় ১৫’শ পিস ইয়াবা সহ তাঁকে আটক করা হয়। তিনি আরও বলেন, প্রাথমিক জিজ্ঞাসাবাদের পর তাঁর বিরুদ্ধে মাদক দ্রব্য নিয়ন্ত্রণ আইনে নিয়মিত মামলা দায়ের করার পর বিজ্ঞ আদালতে প্রেরণ করা হয়েছে।