আজকের দিন তারিখ ৫ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২১শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মিরসরাইয়ে করোনার উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু

মিরসরাইয়ে করোনার উপসর্গ নিয়ে ইউপি চেয়ারম্যানের মৃত্যু


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২০ , ২:১৫ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


চট্টগ্রাম (মিরসরাইয়) প্রতিনিধি : চট্টগ্রামের মিরসরাইয়ে করোনাভাইরাসের উপসর্গ জ্বর, শ্বাসকষ্ট নিয়ে মো. আবুল খায়ের (৬৫) নামে এক ইউনিয়ন পরিষদের চেয়ারম্যানের মৃত্যু হয়েছে। মঙ্গলবার রাত ৮টার দিকে চট্টগ্রামের একটি হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় তিনি মৃত্যুবরণ করেন।

আবুল খায়ের উপজেলার ১০ নন্বর মিঠানালা ইউনিয়ন পরিষদের চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সাবেক সহ-সভাপতি ছিলেন।

উপজেলা চেয়ারম্যান সমিতির সাধারণ সম্পাদক কবির আহম্মদ নিজামী জানান, চেয়ারম্যান আবুল খায়ের গত এক সপ্তাহ ধরে জ্বর শ্বাসকষ্ট ও হার্টের সমস্যা নিয়ে চট্টগ্রামের ম্যাক্স হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন। এরপর করোনা পরীক্ষা করলে রির্পোট নেগেটিভ আসে। কিন্তু মঙ্গলবার রাত ৮টায় তিনি হাসপাতালে মৃত্যুবরণ করেন।

চেয়ারম্যান আবুল খায়ের মৃত্যুতে মিরসরাইয়ের সংসদ সদস্য ও সাবেক মন্ত্রী ইঞ্জিনিয়ার মোশাররফ হোসেন, উপজেলা চেয়ারম্যান জসীম উদ্দিন, চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামীলীগের সভাপতি শেখ আতাউর রহমান, উপজেলা আওয়ামীলীগের সভাপতি জাহাঙ্গীর কবির চৌধুরী, সাধারণ সম্পাদক একেএম জাহাঙ্গীর ভূঁইয়া গভীর শোখ প্রকাশ করেছেন।