আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন মিলন খানের ব্যতিক্রমী গান

মিলন খানের ব্যতিক্রমী গান


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ১৪, ২০২৩ , ৪:৪৫ অপরাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : ‘মানুষ হইতে সাবধান, মনের দুয়ারে টোকা মারুন। পশু না যিশু আসে দেখুন, ন্যাংটার আবার ঘোমটা, মুখে বিসমিল্লাহ অন্তরে রসগোল্লা, ভন্ডরাই বাটপাররাই সাধু সাজে, বরং ‘আমি একটা কুকুর কিনবো যাচ্ছি কাটাবন’। এবার এমন কথামালার গান নিয়ে হাজির হয়েছেন জনপ্রিয় গীতিকার মিলন খান। গানটি গেয়েছেন কন্ঠশিল্পী এস রুহুল। সম্প্রতি ভিডিওসহ গানটি প্রকাশ হয়েছে মিলন টিভি’ ইউটিউব চ্যানেলে। এমনটাই জানালেন মিলন খান। বললেন- আসলে সমাজের নানা বাস্তবতার দিক বিবেচনা করেই গানটি লেখা। গানটি এতদমই ব্যাক্তিক্রম। গানটি প্রকাশের পর ভালো সাড়া পাচ্ছি। যারা এখনও শোনেন নাই তাদেরও শোনার অনুরোধ রইলো।