আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মিস রাশিয়া সুন্দরী প্রতিযোগিতায় মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের নিকা

মিস রাশিয়া সুন্দরী প্রতিযোগিতায় মিস ইন্টারন্যাশনাল বাংলাদেশের নিকা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: অক্টোবর ২, ২০২১ , ১:৫৯ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : বিশ্বজুড়ে বাংলাদেশিদের জয়জয়কার চলছেই। এখন হরহামেশাই শোনা যায় বিশ্বের নানা প্রান্তে বাংলাদেশিদের সাফল্যের খবর। কী খেলাধুলা আর কী বৈজ্ঞানিক গবেষণা অথবা সুন্দরী প্রতিযোগিতা থেকে আন্তর্জাতিক রাজনীতি সবখানেই এখন বাংলাদেশিরা নিজেদের অবস্থান সুদৃঢ় করতে পেরেছে। এমনই আরও একটি সাফল্য এসে ধরা দিয়েছে কুমিল্লার মেয়ে সাবিকুননাহার নিকার হাত ধরে। সম্প্রতি রাশিয়ায় মিস রাশিয়া সুন্দরী প্রতিযোগিতায় মিস ইন্টারন্যাশনাল ক্রাউন জয় করেছেন বাংলাদেশি নিকা। পুরো নাম সাবিকুননাহার নিকা। ২১ বছর বয়সী নিকা কুমিল্লা জেলার বুড়িচং উপজেলার শংকুচাইল গ্রামের সন্তান। তিনি ২০১৬ সালে ঢাকা ক্যান্টনমেন্ট গার্লস পাবলিক স্কুল অ্যান্ড কলেজ থেকে এসএসসি পাস করেন এবং ২০১৮ সালে উওরা মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে রাশিয়া রোস্তভ স্টেইট মেডিকেল ইউনিভার্সিটিতে অনলাইনে ভর্তির আবেদন করেন। ছোটবেলা থেকেই নানা ক্ষেত্রে নিজের মেধাবী স্বাক্ষর রেখেছেন। রাশিয়া রোস্তভ স্টেইট মেডিকেল ইউনিভার্সিটিতে ২০১৮ সালে ভর্তি হন। বর্তমানে তিনি ওই বিশ্ববিদ্যালয়ের মেডিকেল তৃতীয় বর্ষের শিক্ষার্থী। পাশাপাশি নিজের মেধা এবং মননকে পুঁজি করে তিনি এখন দাপিয়ে বেড়াচ্ছেন রাশিয়ার মডেলিং জগৎ। তিনি মনে করেন সততা, পরিশ্রম আর মেধা যখন একবিন্দুতে মিলে যায় তখনই অর্জিত হয় প্রকৃত সাফল্য। সাবিকুননাহার নিকা বাংলাদেশ প্রতিদিনকে বলেন, ব্যক্তিগতভাবে একজন ভালো ডাক্তার হওয়াও আমার জীবনের লক্ষ্য। সেক্ষত্রে গাইনোকোলজিস্ট অথবা কার্ডিওলজিস্ট হিসেবে নিজেকে দেখতে চাই। এখন যেহেতু আন্তর্জাতিকভাবে মডেলিংয়ে কাজ করার সুয়োগ পাচ্ছি তাই চেষ্টা থাকবে সর্বদা ভালো কাজের মাধ্যমে নিজের দেশকে রিপ্রেজেন্ট করার।
সুন্দরী প্রতিযোগিতার মঞ্চে মুকুট জয়ের পর মুহুর্ত কেমন ছিল জানতে চাইলে তিনি বলেন, সত্যিই অন্যরকম অনুভূতি। ভালো লাগছিল। কিন্তু আমার নিজের দেশকে মিস করছিলাম। মিস করছিলাম বাবা-মা নিজের কমিউনিটিকে। আশপাশে কোনো বাংলাদেশি ছিল না।  রাশিয়ার ইতিহাসে এই প্রথম কোনো বিদেশি এশিয়া মহাদেশের বাংলাদেশি হিসেবে মিস ইন্টারন্যাশনাল মুকুট জয় করল। বাবা মায়ের একমাত্র সন্তান নিকা। তার বাবা মো. আবুল কালাম আজাদ বাংলাদেশ সেনাবাহিনীতে ননকমিশন অফিসার বর্তমানে কুয়েত পুনর্গঠন মিশনে কর্মরত। তার মা মিসেস শাহনেওয়াজ চৌধুরী গৃহিণী।