আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাদেশ মুক্তিযোদ্ধা মালেক মাস্টারের দ‍াফন সম্পন্ন

মুক্তিযোদ্ধা মালেক মাস্টারের দ‍াফন সম্পন্ন


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ২:৫৪ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ


Ashuganjব্রাহ্মণবাড়িয়া: ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ উপজেলার লালপুর গ্রামের বাসিন্দা মুক্তিযোদ্ধা আব্দুল মালেক খান মাস্টারের (৭৫) দাফন সম্পন্ন হয়েছে।

সোমবার (০৬ জুন) দুপুরে জোহরের নামাজের পর স্থানীয় লালপুর এসকে দাস চৌধুরী উচ্চ বিদ্যালয় মাঠে মরহুমের নামাজে জানাজা শেষে রাষ্ট্রীয় মর্যাদায় তাকে দাফন করা হয়।

এর আগে ভোর সাড়ে পাঁচটার দিকে হৃদযন্ত্রের ক্রিয়া বন্ধ হয়ে তিনি ইন্তেকাল করেন।

মৃত্যুকালে তিনি স্ত্রী, পাঁচ ছেলে ও এক মেয়েসহ আত্মীয়-স্বজন ও অসংখ্য গুণগ্রাহী রেখে গেছেন।

তার মৃত্যুতে আশুগঞ্জ উপজেলা ও লালপুর ইউনিয়ন মুক্তিযোদ্ধা সংসদ নেতৃবৃন্দ শোক প্রকাশ করেছেন।