আজকের দিন তারিখ ৯ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ২৫শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
সারাবিশ্ব মুম্বাইয়ে হোটেলে চিরকুট লিখে সাংসদের আত্মহত্যা

মুম্বাইয়ে হোটেলে চিরকুট লিখে সাংসদের আত্মহত্যা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৩, ২০২১ , ১২:০৩ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব


দিনের শেষে ডেস্ক : ভারতের মুম্বাইয়ের মেরিন ড্রাইভের একটি হোটেল চিরকুট লিখে মোহন দেলকার নামে এক স্বতন্ত্র সংসদ সদস্য আত্মহত্যা করেছেন। তিনি দাদরা ও নগর হাবেলি এলাকা থেকে লোকসভায় নির্বাচিত হয়েছিলেন। এর আগে তিনি কংগ্রেস ও বিজেপির হয়েও সাংসদ ছিলেন। সোমবার বিকেলে তার মরদেহ উদ্ধার করা হয়েছে। লাশের পাশে আত্মহত্যার কারণসংবলিত চিরকুট পাওয়া গেছে। ৫৮ বছর বয়সী দেলকারের স্ত্রী ও দুই সন্তান রয়েছে।
‘টাইমস অব ইন্ডিয়া’র প্রতিবেদনে বলা হয়, দাদরা ও নগর হাবেলি থেকে মোহান দেলকার কংগ্রেস থেকে প্রথম ১৯৮৯ সালে লোকসভার সদস্য নির্বাচিত হন। এরপর তিনি কংগ্রেস থেকেই ১৯৯১ ও ১৯৯৬ সালের নির্বাচনে লোকসভায় যান। এর পর ১৯৯৮ এর নির্বাচনে তিনি সাংসদ হন বিজেপি থেকে।
পরে আবার তিনি কংগ্রেসে ফিরে আসেন। তবে ২০০৯ ও ২০১৪ সালের নির্বাচনে তিনি পরাজিত হন। পরে ১৭তম লোকসভা নির্বাচনে তিনি স্বতন্ত্র প্রার্থী হিসেবে জয়ী হন।