আজকের দিন তারিখ ২৬শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বৃহস্পতিবার, ১১ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিনোদন ‘মেঘের নৌকা’য় বুবলীর সঙ্গে মাহফুজের রোমান্স

‘মেঘের নৌকা’য় বুবলীর সঙ্গে মাহফুজের রোমান্স


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: ফেব্রুয়ারি ২৮, ২০২৩ , ১১:৪১ পূর্বাহ্ণ | বিভাগ: বিনোদন


দিনের শেষে প্রতিবেদক : অনলাইনে অবমুক্ত হলো জনপ্রিয় অভিনেতা মাহফুজ আহমেদ ও চিত্রনায়িকা শবনম বুবলী অভিনীত ‘প্রহেলিকা’ ছবির প্রথম গান ‘মেঘের নৌকা’। গত সোমবার সন্ধ্যায় প্রকাশিত গানটিতে মাহফুজ-বুবলীকে সিলেট, সেন্ট মার্টিন ও ছেঁড়া দ্বীপসহ দেশের একাধিক মনোরম লোকেশনের মনোমুগ্ধকর দৃশ্যে দেখা গেছে। গানটিতে অদ্ভুত সুন্দর রসায়নই চোখে পড়েছে মাহফুজ-বুবলীর।
জনপ্রিয় নির্মাতা চয়নিকা চৌধুরী পরিচালিত এই ছবিটিতে প্রথমবারের মতো জুটি হয়েছেন তারা। ‘মেঘের নৌকা তুমি, তোমায় ওড়াব আকাশে/ সাগরের শঙ্খ তুমি, তোমায় বাজাব বাতাসে…।’ এমনই কথায় আসিফ ইকবালের গীতিকবিতার গানটি সুর ও সঙ্গীত ইমরানের। গেয়েছেনও তিনি। সঙ্গে আছেন কোনাল। গানটি নিয়ে ইমরান-কোনালের প্রত্যাশা বেশ। কারণ গানের কথা-সুরের সঙ্গে মিল রেখে দারুণ রসায়ন দেখা যাবে মাহফুজ-বুবলীর।
‘প্রহেলিকা’ ছবির কাহিনি, সংলাপ ও চিত্রনাট্য করেছেন পান্থ শাহরিয়ার। সিনেমাটি প্রযোজনা করেছেন জামাল হোসেন। মাহফুজ-বুবলী ছাড়াও এতে অভিনয় করেছেন নাসির উদ্দিন খান, রাশেদ অপু, এ কে আজাদ, রহমত উল্লাহ, সাবিহা জামানসহ অনেকে। ‘প্রহেলিকা’ সিনেমার শুটিং গত বছরের ২ নভেম্বর সিলেটে শুরু হয়।