আজকের দিন তারিখ ১১ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শনিবার, ২৭শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// মেট্রোরেলের প্রথম দিন: সময় শেষে স্টেশনে তালা, ফিরে গেলেন অনেকে

মেট্রোরেলের প্রথম দিন: সময় শেষে স্টেশনে তালা, ফিরে গেলেন অনেকে


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: ডিসেম্বর ২৯, ২০২২ , ২:২২ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে প্রতিবেদক :  মেট্রোরেল আগারগাঁও স্টেশনে বেলা সাড়ে ১১টার পর তালা লাগিয়ে দিয়েছে কর্তৃপক্ষ। তবে টিকিটের জন্য তখনো লাইনে দাঁড়িয়ে ছিলেন অনেক যাত্রী। স্টেশনে ঢুকতে না পেরে, মেট্রোরেলে চড়তে না পারায় ক্ষোভ প্রকাশ করেছেন তারা। যাত্রীদের অভিযোগ, মেট্রোরেল চড়ার জন্য রাজধানীর বিভিন্ন অঞ্চল থেকে তারা এই স্টেশনে এসেছেন। কিন্তু সাড়ে ১১টা বাজতেই স্টেশনে ঢুকার সিঁড়িতে তালা লাগিয়ে দেয় মেট্রোরেল কর্তৃপক্ষ। মেট্রোরেলের আগারগাঁও স্টেশনে দায়িত্বরত একজন কর্মকর্তা জানান, আপাতত সকাল ৮টা থেকে দুপুর ১২টা আগারগাঁও থেকে উত্তরা উত্তর পর্যন্ত মেট্রোরেল চলবে। পরবর্তীতে এই সময় বাড়ানো হবে। এখন স্টেশনের ভেতর যে পরিমাণ যাত্রী আছে তাদের পরিবহন করতেই ১২টা ছাড়িয়ে যাবে। তাই গেট বন্ধ করে দেওয়া হয়েছে।

স্টেশনে ঢোকার জন্য পৃথক দুটি পথ রয়েছে। সরেজমিনে দেখা যায়, বেলা সাড়ে ১১টার সময়ই ফটক দুটির একটিতে (যেটি দিয়ে প্রবেশ করা হয়) গেটে তালা লাগিয়ে দেন আনসার সদস্যরা। এ সময় বাইরে হাজারো যাত্রী দাঁড়িয়ে ছিলেন। তারা ভেতরে ঢুকতে আনসার সদস্যদের অনুরোধ করলেও আনসার সদস্যরা তাতে সাড়া দেননি।  শ্যামলী থেকে মেট্রোরেল দেখতে এবং তাতে চড়ে উত্তরা যাওয়ার জন্য আসা যাত্রী মাহবুব বলেন, সকাল ৮টা থেলে ১২টা পর্যন্ত মেট্রোরেল চলার কথা। দেড় ঘণ্টা দাঁড়িয়ে থেকেও স্টেশনের কাছে আসতে পারিনি। এর মধ্যে শুনি আর কাউকে ঢুকতে দেওয়া হবে না। সময় শেষ।