আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
/////হাইলাইটস///// মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৫.১৩

মেডিকেলে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ, পাসের হার ৫৫.১৩


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ৫, ২০২২ , ৪:০৫ অপরাহ্ণ | বিভাগ: /////হাইলাইটস/////


দিনের শেষে ডেস্ক :   দেশের সরকারি ও বেসরকারি মেডিকেল কলেজে ২০২১-২২ শিক্ষাবর্ষের এমবিবিএস প্রথম বর্ষে ভর্তি পরীক্ষার ফল প্রকাশ হয়েছে। এতে পাস করেছেন ৭৯ হাজার ৩৩৭ জন, পাসের হার ৫৭ দশমিক ১৩ শতাংশ। আজ মঙ্গলবার (৫ এপ্রিল) রাজধানীর মহাখালীতে পুরনো স্বাস্থ্য অধিদপ্তরের সম্মেলন কক্ষে এ ফলাফল প্রকাশ করেন স্বাস্থ্য ও পরিবার কল্যাণমন্ত্রী জাহিদ মালেক।

পাসকৃতদের মধ্যে এগিয়ে আছে মেয়েরাই। পরীক্ষায় উত্তীর্ণদের মধ্যে ৪৪ হাজার ৫০৪ জন মেয়ে (৫৬ দশমিক শূন্য ৯ শতাংশ) আর ছেলে ৩৪ হাজার ৮৩৩ জন। লিখিত পরীক্ষায় ৯২ দশমিক ৫ নম্বর পেয়ে শীর্ষ তালিকার প্রথম স্থান করে নিয়েছেন সুমাইয়া মোসলেম মিম। তিনি খুলনা মেডিকেল কলেজে পরীক্ষা দিয়েছিলেন।