আজকের দিন তারিখ ১০ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ২৬শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মেসিবিহীন প্রথম ম্যাচে অর্ধেক টিকিট অবিক্রীত বার্সেলোনার!

মেসিবিহীন প্রথম ম্যাচে অর্ধেক টিকিট অবিক্রীত বার্সেলোনার!


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ১৪, ২০২১ , ২:৩৬ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : বার্সেলোনা কিংবা প্যারিস সেইন্ট জার্মেই (পিএসজি)- লিওনেল মেসির প্যারিস যাত্রায় প্রভাব পড়েছে দুই ক্লাবেই। মেসিবিহীন ন্যু-ক্যাম্প হারিয়েছে দর্শক প্রিয়তা। নতুন মৌসুমের প্রথম ম্যাচে টিকিট বিক্রির ঘোষণা দিয়ে ৫০ শতাংশ সাড়া পেয়েছে স্প্যানিশ লা লিগার ক্লাবটি। অপরদিকে লিগ ওয়ানে প্রথম ম্যাচেই হাউস ফুল থাকছে পিএসজির স্টেডিয়াম পার্কে দে প্রিন্সেস।
করোনাভাইরাসের প্রকোপে দীর্ঘদিন দর্শকহীন অবস্থায় আয়োজিত হয়েছে সব ফুটবল ম্যাচ। নতুন মৌসুমে থাকছে দর্শক ফেরানোর সুযোগ। রোববার রিয়াল সোসিয়েদাদের বিপক্ষে লা লিগা অভিযান শুরু করবে বার্সেলোনা। সে ম্যাচের জন্য ৩০ হাজার টিকিট বিক্রির ঘোষণা দিয়েছিল বার্সেলোনা। কিন্তু শুক্রবার পর্যন্ত বিক্রি হয় অর্ধেক। ২০২০-২১ মৌসুমে গত ৭ই মার্চ বার্সেলোনা ন্যু-ক্যাম্পে শেষ ম্যাচটি খেলেছিল রিয়াল সোসিয়েদাদের বিপক্ষেই। তাতে লিওনেল মেসির করা গোলেই জয় পেয়েছিল কাতালানরা। মেসিকে ভুলে নতুন অধ্যায় শুরু করার আহ্বান জানিয়েছে রোনাল্ড কোম্যান। বার্সা কোচ বলেছেন, ‘আমাদের এখন মেসির বইটা বন্ধ করতে হবে। মনোযোগ দিতে হবে নতুন মৌসুমে।’ বার্সার ম্যাচের টিকিট বিক্রি কম হলেও শনিবার দিবাগত রাতে পিএসজির ম্যাচে গ্যালারি ভর্তি দর্শক থাকছে। পার্ক দ্য প্রিন্সেস স্টেডিয়ামে ৪৮ হাজার দর্শক স্ট্রসবুর্গের বিপক্ষে লিগ ওয়ানের এই ম্যাচটি দেখবে। মৌসুমের প্রথম ম্যাচে সদ্য যোগ দেয়া লিওনেল মেসি না খেললেও ম্যাচের আগে মাঠে ঢুকবেন তিনি। সমর্থকদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করবেন তিনি। এছাড়া সার্জিও রামোস ও নেইমারও অনিশ্চিত এই ম্যাচে। তবে কিলিয়ান এমবাপ্পেকে খেলানোর পরিকল্পনা রয়েছে মাউরিসিও পচেত্তিনোর।