আজকের দিন তারিখ ২৩শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, সোমবার, ৮ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস ‘মেসির পারফরম্যান্স প্রতিপক্ষের জন্য সতর্কবার্তা’

‘মেসির পারফরম্যান্স প্রতিপক্ষের জন্য সতর্কবার্তা’


পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: আগস্ট ৫, ২০২৩ , ২:২০ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক :   নতুন ক্লাবে যোগ দিয়ে দারুণ খেলছেন লিওনেল মেসি। তার পারফরম্যান্সে ভর করে রীতিমতো উড়ছে ইন্টার মায়ামি। জয়ের খরায় ভুগতে থাকা ক্লাবটি মেসি ম্যাজিকে তুলে নিয়েছে টানা তিন জয়। তাইতো মেসিদের কোচ টাটা মার্টিনো জানিয়েছেন মেসির পারফরম্যান্স মেজর লিগ সকারের অন্যান্য ক্লাবের জন্য সতর্কবার্তা। মার্টিনো বলেন, ‘অর্লান্ডোর বিপক্ষের ম্যাচটি আগের ম্যাচ থেকে সম্পূর্ণ ভিন্ন ছিল। এটাই সত্য। আসলে এমএলএস’র দলে অনেক দক্ষিণ আমেরিকার খেলোয়াড়রা খেলেন। কিন্তু বিশ্বের সেরা খেলোয়াড় যিনি তার জন্য আলাদা একটা সম্মান সব সময়ই কাজ করে। তবে ৯০ মিনিটে প্রত্যেক দলই চায় জিততে।’

সবশেষ তিন ম্যাচে পাঁচ গোল করেছেন মেসি। তিনি মায়ামিতে যোগ দেওয়ার পর দলটি পেয়েছে টানা তিন জয়। তার আগমনে, তার পারফরম্যান্সে যারপরনাই উজ্জীবিত মায়ামি। মেসি এবং তার পারফরম্যান্স মেজর লিগ সকারের অন্যান্য ক্লাবের জন্য নিঃসন্দেহে সতর্কবার্তা- মায়ামি এবার ছেড়ে কথা বলবে না।

লিগস কাপের শেষ ষোলোতে সোমবার এফসি ডালাসের মুখোমুখি ইন্টার মায়ামি। ডালাসের প্রশংসা করে মার্টিনো বলেছেন, ‘ডালাসের মিডফিল্ড থেকে শুরু করে ফরোয়ার্ডে অনেক সম্ভাবনাময় খেলোয়াড় রয়েছেন। তারা ভালো দল। আসলে ম্যাচটি সবার জন্যই কঠিন হবে। কারণ, যারা হারবে তারা বিদায় নিবে। তবে আমরা এবার আরও পরিপূর্ণ একটি দল নিয়ে পরের ম্যাচে মাঠে নামবো।’