আজকের দিন তারিখ ১৩ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, সোমবার, ২৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মেসির রাজকীয় প্রত্যাবর্তন

মেসির রাজকীয় প্রত্যাবর্তন


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জুন ১৪, ২০২০ , ৬:২৩ পূর্বাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : তিন মাসেরও বেশি সময় পর রাজকীয় প্রত্যাবর্তন হল মেসি ও বার্সেলোনার। শনিবার রাতে রিয়াল মায়োর্কার জালে গোল উৎসবে মেতেছিল কিকে সেতিয়েনের দল। প্রতিপক্ষের মাঠ থেকে ৪-০ গোলের জয় নিয়ে ফিরেছে কাতালানরা। লিওনেল মেসি এক গোল করার পাশাপাশি সতীর্থদের দিয়ে করিয়েছেন আরো এক গোল। তলানির দল মায়োর্কার সঙ্গে লা লিগার প্রথম দেখাতেও বড় জয় পেয়েছিল বার্সেলোনা। গত ডিসেম্বরে হওয়া সে ম্যাচে ৫-২ গোলে জিতেছিল তারা। তিন মাসের বিশ্রামে মায়োর্কার বিপক্ষে মেসি ছিলেন আরো ধারালো। পুরো মাঠ দাপিয়ে খেলেছেন। মায়োর্কার গোলমুখ খুলতে বার্সেলোনা সময় নেয় ৬৫ সেকেন্ড। স্প্যানিশ ফুলব্যাক জর্দি আলবার ক্রস থেকে মাথা ছুঁইয়ে বার্সাকে লিড এনে দেন চিলিয়ান মিডফিল্ডার আর্তুরো ভিদাল। পুনরায় অনুশীলনে ফেরার পর ইনজুরিতে পড়েন মেসি। গুঞ্জন উঠেছিল তাকে দেখা যাবে না মায়োর্কার বিপক্ষের ম্যাচে। তবে সঠিক সময়ে সুস্থ হয়ে মাঠে মেসি। আর দলকে প্রথমার্ধেই দুই গোলের লিড এনে দেওয়ার গোলটি আসে মেসির অ্যাসিস্ট থেকেই। ৩৬তম মিনিটে পেনাল্টি স্পটের কাছাকাছি মেসির হেড থেকে বল পেয়ে জোরালো শটে ঠিকানায় পাঠান ডেনিশ ফরোয়ার্ড মার্টিন ব্রাথওয়েট। জানুয়ারিতে বার্সেলোনায় যোগ দেওয়ার পর দলটির হয়ে লা লিগায় এটা তার প্রথম গোল। ৭৯তম মিনিটে মাঝ মাঠের কাছ থেকে মেসির উঁচু করে বাড়ানো বল ধরে ডি-বক্সে ঢুকে নিচু শটে দারুণ এক গোল করেন স্প্যানিশ ডিফেন্ডার আলবা। দুইবার খুব কাছে গিয়েও গোল পাননি লিওনেল মেসি। তখন মনে হচ্ছিল, মেসির গোল না পাওয়াটা বড় অন্যায়। আর ঠিক তখনই লুইস সুয়ারেজের পাসে দুর্দান্ত গোল। যোগ করা সময়ে জায়গা করে নিয়ে দারুণ বাঁকানো শটে দূরের পোস্ট দিয়ে ঠিকানা খুঁজে নেন বার্সেলোনা অধিনায়ক। ইতিহাসের প্রথম খেলোয়াড় হিসেবে লা লিগায় টানা ১২ আসরে অন্তত ২০ গোলের কীর্তি গড়লেন এই আর্জেন্টাইন ফরোয়ার্ড। চলমান আসরের সর্বোচ্চ গোলদাতাও মেসি। মাঠে ফেরার আগে বার্সেলোনা দ্বিতীয় স্থানে থাকা রিয়াল মাদ্রিদের চেয়ে ২ পয়েন্টের ব্যবধানে এগিয়ে ছিল। আর এক ম্যাচ বেশি খেলে এই ম্যাচ জয়ে ৫ পয়েন্টের ব্যবধানে এগিয়ে গেল কাতালান ক্লাবটি (৬১ পয়েন্ট)। অবশ্য রিয়ালের সামনে রোববার (১৪ জুন) রাতেই থাকছে এই ব্যবধান কমিয়ে আবারও ২ পয়েন্ট করার। রাতে এইবারের বিপক্ষে সাড়ে ১১টায় মাঠে নামবে লস ব্ল্যাঙ্কোসরা।