আজকের দিন তারিখ ২২শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, রবিবার, ৭ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
প্রবাসে বাংলা মেহের আফরোজ চুমকিকে অস্ট্রিয়া প্রবাসীদের শুভেচ্ছা

মেহের আফরোজ চুমকিকে অস্ট্রিয়া প্রবাসীদের শুভেচ্ছা


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৫, ২০১৬ , ১০:৪৩ পূর্বাহ্ণ | বিভাগ: প্রবাসে বাংলা


Chumkibঅনলাইন ডেস্ক: অস্ট্রিয়ার রাজধানী ভিয়েনায় একটি সম্মেলনে যোগ দিতে যাওয়া মহিলা ও শিশু বিষয়ক প্রতিমন্ত্রী মেহের আফরোজ চুমকিকে ফুলেল শুভেচ্ছা জানিয়েছেন সেখানে বসবাসরত বাংলাদেশিরা।

‘হাই লেভেল গ্লোবাল কনফারেন্স টওয়ার্ডস চাইল্ডহুডস ফ্রি ফ্রম করপোরাল পানিশমেন্ট’ শীর্ষক সম্মেলনে যোগ দিতে ৩১ মে দুপুরে ভিয়েনায় পৌঁছান তিনি।

৩ দিনের সফরে এমিরেটস্ এয়ারলাইন্সে ভিয়েনা আন্তর্জাতিক বিমানবন্দরে পৌঁছালে সেখানে তাকে ফুলের তোড়া দিয়ে শুভেচ্ছা জানান অস্ট্রিয়ায় বাংলাদেশ দূতাবাসের রাষ্ট্রদূত মো. আবু জাফর, সর্বইউরোপীয় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক অস্ট্রিয়া প্রবাসী মানবাধিকার কর্মী-লেখক-সাংবাদিক এম. নজরুল ইসলাম, অস্ট্রিয়া আওয়ামী লীগের সভাপতি খন্দকার হাফিজুর রহমান নাসিম, সাধারণ সম্পাদক সাইফুল ইসলাম কবির, আবদুল জলিল, আকতার হোসেন, মজনু আজাদ, নয়ন হোসেন, শাইফুজ্জামান শেখ, মাহাবুব খান শামীম ও মনিরুজ্জামান মানিক।

এসময় আরও উপস্থিত ছিলেন ফ্রান্স আওয়ামী লীগের নেতা মোহাম্মদ আতিকুজ্জামান, বাংলাদেশ-অস্ট্রিয়া সমিতির সাংস্কৃতিক সম্পাদক ইয়াসিম মিয়া বাবু, অস্ট্রিয়ান হিন্দু কালচারাল অ্যাসোসিয়েশনের সাধারণ সম্পাদক রুহি দাশসাহা।

বিমানবন্দরে অস্ট্রিয়া প্রবাসী বিভিন্ন সামাজিক-সাংস্কৃতিক সংগঠনের বিপুল সংখ্যক নেতাকর্মীও উপস্থিত ছিলেন।