আজকের দিন তারিখ ২৫শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, বুধবার, ১০ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
রাজনীতি মেয়র কাদের মির্জাকে নাগরিক সংবর্ধনা

মেয়র কাদের মির্জাকে নাগরিক সংবর্ধনা


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: জানুয়ারি ২৮, ২০২১ , ১১:১০ পূর্বাহ্ণ | বিভাগ: রাজনীতি


নোয়াখালী প্রতিনিধি : নোয়াখালীর বসুরহাট পৌরসভা নির্বাচনে চতুর্থবারের মতো মেয়র পদে নির্বাচিত আলোচিত মেয়র আবদুল কাদের মির্জাকে নাগরিক সংবর্ধনা দেওয়া হয়েছে। বুধবার (২৭ জানুয়ারি) সন্ধ্যা ৬টায় বসুরহাট সরকারি মুজিব কলেজ মাঠে কোম্পানীঞ্জ উপজেলা আওয়ামী লীগের উদ্যোগে এ নাগরিক সংবর্ধনা দেওয়া হয়। নিজ নাগরিক সংবর্ধনার শুরুতে মঞ্চ থেকে নেমে আগত অতিথিদের ফুলের পাপড়ি ছিটিয়ে বরণ করেন নবনির্বাচিত মেয়র।
কোম্পানীগঞ্জ উপজেলা পরিষদের চেয়ারম্যান মোহাম্মদ শাহাব উদ্দিনের সভাপতিত্বে নাগরিক সংবর্ধনায় বক্তব্য রাখেন, কোম্পানীগঞ্জ উপজেলা আওয়ামী লীগের সভাপতি খিজির হায়াত খান, সাধারণ সম্পাদক নুর নবী চৌধুরী, সিনিয়র সহসভাপতি ইস্কান্দর বাবুল প্রমুখ।