আজকের দিন তারিখ ১২ই জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, রবিবার, ২৮শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস মোদি সরকারের আমলে ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব: আফ্রিদি

মোদি সরকারের আমলে ভারত-পাকিস্তান সিরিজ অসম্ভব: আফ্রিদি


পোস্ট করেছেন: Dinersheshey | প্রকাশিত হয়েছে: সেপ্টেম্বর ২৭, ২০২০ , ১:৪৭ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস


দিনের শেষে ডেস্ক : ভারত ও পাকিস্তানের রাজনৈতিক বৈরিতায় গত সাত বছর ধরে দ্বিপাক্ষিক সিরিজে মুখোমুখি হয় না প্রতিবেশী দেশ দুটি। বহুল আকাঙ্ক্ষিত সিরিজ দেখার স্বাদ সহসাই দর্শকদের মিটছে না বলে মত শহীদ আফ্রিদির। সাবেক পাকিস্তান অধিনায়ক মনে করেন নরেদ্র মোদি সরকারের আমলে পাক-ভারত দ্বিপাক্ষিক সিরিজ অসম্ভব।
আরব নিউজকে দেয়া সাক্ষাতকারে আফ্রিদি বলেন, ‘পাকিস্তান সরকার সব সময় প্রস্তুত। কিন্তু বর্তমান ভারত শাসনের সময় দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্কের (পাক-ভারত সিরিজের) কোনো সম্ভাবনা নেই। মোদিকে ক্ষমতায় রেখে এমনটা হবে বলে আমি মনে করি না।’
২০১২-১৩ মৌসুমে শেষবার ভারতের মাটিতে হয়েছে দু’দলের দ্বিপাক্ষিক সিরিজ। দুই ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ ১-১ সমতায় শেষ হলেও ওয়ানডে সিরিজ ২-১ ব্যবধানে জিতে নেয় পাকিস্তান। ভারত শেষবার পাকিস্তান সফর করেছে ২০০৬ সালে। গত ফেব্রুয়ারিতেও একবার নরেন্দ্র মোদির সমালোচনা করেছিলেন আফ্রিদি।
তখনও আফ্রিদি ভারত-পাকিস্তানের ক্রিকেটীয় সম্পর্ক নষ্টের জন্য দায়ী করেন নরেন্দ্র মোদিকে।
ভারতে শহীদ আফ্রিদির জনপ্রিয়তা অনেক। আরব নিউজের সঙ্গে আলাপচারিতায় ভারতীয় সমর্থকদের ভালবাসাকে সম্মান করেন বলেও জানান অফ্রিদি। তিনি বলেন, ‘আমি যে পরিমাণ ভালবাসা পেয়েছি সেটাকে সব সময় সম্মান করি। ভারতে ক্রিকেট খেলা আমি দারুণ উপভোগ করেছি। এখনো সামাজিক যোগাযোগমাধ্যমে ভারতীয় সমর্থকদের মেসেজ পাই। উত্তরও দেয়ার চেষ্টা করি।’