আজকের দিন তারিখ ৩রা জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, শুক্রবার, ১৯শে পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
বিজ্ঞান ও প্রযুক্তি মোবাইল ফোনে ছাড় দিচ্ছে স্যামসাং

মোবাইল ফোনে ছাড় দিচ্ছে স্যামসাং


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ৮:২৯ অপরাহ্ণ | বিভাগ: বিজ্ঞান ও প্রযুক্তি


Samsung-Galaxy-S7কাগজ অনলাইন ডেস্ক: আসছে ঈদ উপলক্ষে কয়েকটি মডেলের মোবাইল ফোনসহ ইলেকট্রনিকস পণ্যে ছাড় দেওয়ার ঘোষণা দিয়েছে স্যামসাং। ছাড়ের এই অফারকে তারা বলছে ‘দ্য গ্র্যান্ড ইনভাইট’।
স্যামসাং এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, গ্যালাক্সি এস ৭ এজে ১০ হাজার টাকা থেকে ছাড় শুরু হচ্ছে। জে সিরিজের জে৩, জে৫, জে৭ ২০১৫ ও ২০১৬ সংস্করণের সঙ্গে এক হাজার টাকা থেকে ছাড় ও লটারি করে হেলিকপ্টার চড়ার সুযোগ দেবে স্যামসাং। গ্যালাক্সি এ৭ স্মার্টফোনে পাঁচ হাজার টাকা ছাড় দেবে তারা। গ্যালাক্সি ট্যাবের সঙ্গে গ্রামীণফোনের ডেটার অফার দিয়েছে প্রতিষ্ঠানটি।
ইলেকট্রনিকস ডিভাইস হিসেবে টিভি, ফ্রিজ, ওভেন, ওয়াশিং মেশিন কিনলে ছাড়ের ঘোষণা দিয়েছে প্রতিষ্ঠানটি। ট্রান্সকম ডিজিটাল, ইলেক্ট্রা ইন্টারন্যাশনাল, সিঙ্গার এবং র‍্যাংগস থেকে কেনা পণ্যে এই ছাড় পাওয়া যাবে।