আজকের দিন তারিখ ২২শে জানুয়ারি, ২০২৫ খ্রিস্টাব্দ, বুধবার, ৮ই মাঘ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
স্পোর্টস, স্পোর্টস লীড মোহামেডানকে হারিয়ে মধুর প্রতিশোধ রূপগঞ্জের

মোহামেডানকে হারিয়ে মধুর প্রতিশোধ রূপগঞ্জের


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১২, ২০১৬ , ৫:৩৪ অপরাহ্ণ | বিভাগ: স্পোর্টস,স্পোর্টস লীড


1কাগজ অনলাইন প্রতিবেদক: লিগ পর্বের ম্যাচে মোহামেডানের কাছে ৭ উইকেটের বড় ব্যবধানে হেরেছিল লিজেন্ড অব রূপগঞ্জ। তবে সুপার লিগের ম্যাচে এসে দারুণ প্রতিশোধ নিল মোশাররফ হোসেন রুবেলের দল। রোববার মিরপুর শেরেবাংলা স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় রূপগঞ্জ ১০৫ রানের বড় ব্যবধানে হারিয়েছে মোহামেডানকে। এ ম্যাচে জয়ের ফলে ১২ খেলায় ১৬ পয়েন্ট নিয়ে তালিকার শীর্ষে উঠেছে রূপগঞ্জ। অপরদিকে এ ম্যাচে হারায় সমান সংখ্যক ম্যাচ থেকে ১৪ পয়েন্ট নিয়ে আগের অবস্থানে রইল মুশফিকের মোহামেডান।

রূপগঞ্জ আগে ব্যাট করতে নেমে নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেটে ২৩২ রান সংগ্রহ করে। জবাবে ৩১.৫ ওভারে ১২৮ রানে অলআউট হয়ে যায় মোহামেডান। রোববার ভোর থেকেই শুরু হয় বৃষ্টি। বৃষ্টি থামলেও মিরপুরের আকাশে ছিল মেঘ। ফলে নির্ধারিত সময়ের দেড় ঘন্টা পরে শুরু হয় মোহামেডান ও রূপগঞ্জের মধ্যকার ম্যাচটি। তাই ৫০ ওভারের ম্যাচটি নামিয়ে আনা হয় ৪৫ ওভারে।

রূপগঞ্জের দেয়া ২৩৩ রানের টার্গেটে খেলতে নেমে মোহামেডানের শুরুটা মোটেও ভালো হয়নি। নিয়মিত বিরতিতে উইকেট হারাতে থাকে মুশফিকের দল। ওপেনার সৈকত আলী ৬ রানে আউট হওয়ার পর বল হাতে ৪টি উইকেট পাওয়া নাঈম ইসলাম শূন্য রানে সাজঘরে ফেরেন। পরে হাবিবুর রহমান ১৪ রানে দলনায়ক মুশফিকুর রহিম ৩৪ রানে এবং ওপেনার হামিদুল ইসলাম ৩৭ রানে আউট হন। আর শেষ দিকে এনামুল হক জুনিয়র ১৬ রান করলেও তা জয়ের জন্য যথেষ্ট ছিল না।

তবে এদিন মোহামেডানের বাঁহাতি স্পিনার নাঈম ইসলাম জুনিয়র হ্যামস্ট্রিংয়ে চোট পাওয়ায় মাত্র ১.৩ ওভার বোলিং করে মাঠ ছাড়েন। তাই পরে আর ব্যাটিং করতে পারেননি নাঈম জুনিয়র। ফলে মোহামেডান দশজনকে নিয়ে ব্যাটিং করে। তাই ৩১.৫ ওভারে শুভাশীষ রায় আউট হওয়ার পর ১০৫ রানের পরাজয় নিয়ে মাঠ ছাড়ে মুশফিকের দল। রূপগঞ্জের আলাউদ্দিন বাবু, পায়ান নেগি ও নাহিদুল ইসলাম প্রত্যেকে ২টি করে উইকেট পান। শেষ পর্যন্ত সবাইকে পেছনে ফেলে ম্যাচসেরা হয়েছেন হাফ সেঞ্চুরি করা রূপগঞ্জের মোহাম্মম মিঠুন।

এরআগে রোববার সকালে মোহামেডানের অধিনায়ক মুশফিকুর রহিম টস জিতে প্রতিপক্ষকে ব্যাটিংয়ে পাঠান। আর টস হেরে ব্যাট করতে নেমে লিজেন্ড অব রূপগঞ্জকে দুর্দান্ত সূচনা করেন দুই ওপেনার সৌম্য সরকার ও মোহাম্মদ মিঠুন। উদ্বোধনী জুটিতে তারা ৮৯ রান সংগ্রহ করেন। সৌম্য ৪০ রানে আউট হলেও ঠিকই কাঙ্খিত ফিফটি তুলে নেন মিঠুন। তবে সৌম্য আউটের পর রূপগঞ্জের ইনিংসে ছোট্ট একটা ধ্বস নামে। নাঈম ইসলামের ঘূর্ণিতে এ সময় একে একে জুনায়েদ সিদ্দিকী (৬), নাহিদুল ইসলাম (৬ ) ও আসিফ আহমেদ (২) সাজঘরে ফেরেন।

এরপর মিঠুন ৫৯ রানে আউট হলে ভীষণ বিপদে পড়ে রূপগঞ্জ। ৮৮ বলে ছয়টি বাউন্ডারির সাহায্যে এই রান করেন তিনি। তবে দলনায়ক মোশাররফ হোসেন রুবেল, পায়ান নেগি ও আলাউদ্দিন বাবুর ঝড়ো ব্যাটিংয়ে রূপগঞ্জের শুরুর মতো শেষটাও হয়েছে দুর্দান্ত। নির্ধারিত ৪৫ ওভারে ৮ উইকেটে ২৩২ রানের সম্মানজনক স্কোর গড়ে তারা। রূপগঞ্জের সাজিদুল ইসলাম ২৪ রান ও দলনায়ক মোশাররফ হোসেন রুবেল ৩২ রান করেন। এছাড়া শেষের দিকে পায়ান নেগি মাত্র ১৯ বলে দুই বাউন্ডারি ও এক ছক্কার সাহায্যে অপরাজিত ২৮ রান করেন। আর আলাউদ্দিন বাবু মাত্র ৯ বল মোকাবেলা করে দুই বাউন্ডারি ও এক ছক্কায় ১৭ রান করেন। মোহামেডানের নাঈম ইসলাম ৩১ রান খরচায় তুলে নেন ৪টি উইকেট। এছাড়া থিসারা পেরেরা ২টি এবং শুভাশীষ রায় ও এনামুল হক জুনিয়র ১টি করে উইকেট পান।