মৌচাক মার্কেট বন্ধের আদেশ ছয় সপ্তাহ স্থগিত
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৭, ২০১৬ , ৩:০০ অপরাহ্ণ | বিভাগ: জাতীয়
কাগজ অনলাইন প্রতিবেদক: রাজধানীর জনপ্রিয় বিপণিবিতান মৌচাক মার্কেট ছয় সপ্তাহের জন্য খোলা রাখা যাবে।
তবে মার্কেটের দোকান মালিকরা নিজ দায়িত্বে দোকানপাট খোলা রাখবেন মর্মে আদেশ দিয়েছেন আপিল বিভাগের চেম্বার আদালত।
আদালত বলেছে, ভবন ঝুঁকিপূর্ণ অবস্থায় কোনো ধরনের দুর্ঘটনা ঘটলে এর দায়-দায়িত্ব দোকান মালিকদেরই বহন করতে হবে।
মৌচাক বণিক সমিতির পক্ষে সভাপতির করা এক আবেদনের পরিপ্রেক্ষিতে আপিল বিভাগের চেম্বার বিচারপতি নিজামুদ্দিন হায়দার মঙ্গলবার এ আদেশ দেন।
সোমবার হাইকোর্টের একটি ডিভিশন বেঞ্চ ভবন ঝুঁকিপূর্ণ বিধায় মৌচাক মার্কেটের দোকান পাট বন্ধের নিদের্শ দিয়েছিল। এ আদেশের বিরুদ্ধে মৌচাক মার্কেট বণিক সামিতি আপিল বিভাগে একটি আবেদন করেন।
মঙ্গলবার এ আবেদনের পক্ষে আডভোকেট এএম আমিনুদ্দিন ও ব্যারিস্টার শেখ ফজলে নূর তাপস এবং ভবন মালিকের পক্ষে ব্যারিস্টার মোতাহের হোসেন উপস্থিত ছিলেন।
শুনানি শেষে চেম্বার আদালত হাইকোর্টের আদেশ সংশোধন করে দোকানপাট খোলা রাখার জন্য আদেশ দেন।