মৌলভীবাজারে র্যাবের ভুয়া কর্মকর্তা আটক
পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ১০, ২০১৬ , ৮:২৭ অপরাহ্ণ | বিভাগ: সারাদেশ
কাগজ অনলাইন প্রতিবেদক: মৌলভীবাজারের শ্রীমঙ্গলে আব্দুল করিম (৪৮) নামে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়নের (র্যাব) এক ভুয়া কমান্ডারকে আটক করছে র্যাব-৯।
শুক্রবার (১০ জুন) দুপুরে এক প্রেসবিজ্ঞাপ্তির মাধ্যমে এ তথ্য জানানো হয়।
আব্দুল করিম কুমিল্লার চৌদ্দগ্রাম থানার ঝুপুয়া গ্রামের মৃত রফিকুল ইসলামের ছেলে।
র্যাবের শ্রীমঙ্গল ক্যাম্প কমান্ডার মো. হায়াতুন নবী জানান, দীর্ঘদিন ধরে আব্দুল করিম শ্রীমঙ্গলে বাসা ভাড়া নিয়ে মৌলভীবাজার ও হবিগঞ্জ এলাকায় মানুষের সঙ্গে প্রতারণা করছিলেন। সর্বশেষ হবিগঞ্জের চুনারুঘাটের শামসুদ্দিন নামে এক ব্যক্তিকে চাকরি দেবে বলে তার কাছ থেকে ৭৫ হাজার টাকা আত্মসাৎ করেন।
পরে শামসুদ্দিন মোবাইল ফোনে সব রেকর্ড করে র্যাবকে দিলে র্যাব আব্দুল করিমকে আটক করে। এ ব্যাপারে থানায় মামলা দায়ের করা হয়েছে।