ম্যাক্রোনের জয়ের পর প্যারিসে বিক্ষোভ
পোস্ট করেছেন: dinersheshey | প্রকাশিত হয়েছে: এপ্রিল ২৫, ২০২২ , ৩:৩৭ অপরাহ্ণ | বিভাগ: সারাবিশ্ব
দিনের শেষে ডেস্ক : ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচনের দ্বিতীয় রাউন্ডে ইমানুয়েল ম্যাক্রোনের জয় ঘোষণার পর রোববার স্থানীয় সময় সন্ধ্যায় প্যারিসের কেন্দ্রস্থল শ্যাতলেটে বিক্ষোভ হয়েছে। বিক্ষোভকারীদের অধিকাংশই ছিলেন তরুণ। বিক্ষোভ শুরুর পর দাঙ্গা পুলিশ কাঁদানে গ্যাস ছুড়ে ও লাঠিপেটা করে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করে দেয়। ৫৮.৮ শতাংশ ভোট পেয়ে দ্বিতীয় মেয়াদে ফ্রান্সের প্রেসিডেন্ট নির্বাচিত হয়েছেন ম্যাক্রোন। তার নিকটতম প্রতিদ্বন্দ্বী কট্টর ডানপন্থি নেতা মেরিন লা পেন পেয়েছেন ৪২ শতাংশ ভোট।
তবে ডানপন্থি ও মধ্যপন্থিদের নিয়ে ফ্রান্সের মানুষের মধ্যে বিভাজন আবার স্পষ্ট হয়েছে। ম্যাক্রো সহজ জয় পেলেও গতবারের চেয়ে এবার ভোটের ব্যবধান কমেছে অনেক। অন্যদিকে, ১৯৬৯ সালের পর এ বছর ভোটারদের উপস্থিতি ছিল সবচেয়ে কম। কোনো কারণে ভোটারদের একাংশ ম্যাক্রোন বা লা পেন কাউকেই পছন্দ করেননি।ফরাসী তরুণী আলেক্সজেন্ডা আমাদের সময় প্রতিনিধিকে বলেন, ‘আমি লা পেনকে প্রতিরোধ করার জন্যই ম্যাক্রোনকে ভোট দিয়েছি।’