আজকের দিন তারিখ ২৮শে ডিসেম্বর, ২০২৪ খ্রিস্টাব্দ, শনিবার, ১৩ই পৌষ, ১৪৩১ বঙ্গাব্দ
সর্বশেষ সংবাদ
ধর্ম ও জীবন ময়মনসিংহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি

ময়মনসিংহে রমজানকে স্বাগত জানিয়ে র‌্যালি


পোস্ট করেছেন: admin | প্রকাশিত হয়েছে: জুন ৬, ২০১৬ , ১০:৫৫ পূর্বাহ্ণ | বিভাগ: ধর্ম ও জীবন


dময়মনসিংহ: ময়মনসিংহে আসন্ন মাহে রমজানকে স্বাগত জানিয়েছে বর্ণাঢ্য র‌্যালির আয়োজন করেছে ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহী।

রবিবার (০৫ জুন) নগরীর বড় মসজিদ চত্বর থেকে এ র‌্যালি বের হয়। পরে স্টেশন রোড, গাঙ্গিনারপাড় সড়ক ঘুরে নতুন বাজার মোড়ে গিয়ে শেষ হয়।

এর আগে বড় মসজিদ প্রাঙ্গনে একটি সংক্ষিপ্ত সমাবেশ করেন নেতারা।

সংগঠনের জেলা শাখার সভাপতি অধ্যাপক মুফতি মুহিব্বুলাহর সভাপতিত্বে প্রধান অতিথির বক্তব্য রাখেন ইত্তেফাকুল ওলামা বৃহত্তর মোমেনশাহীর কেন্দ্রীয় সভাপতি আলামা খালেদ সাইফুলাহ সাদী।

এ সময় আরও বক্তব্য রাখেন, সংগঠনের মোমেনশাহী জেলা শাখার সাধারণ সম্পাদক মাওলানা মানসুরুল হক খান, পৌর সাধারণ সম্পাদক মাওলানা রশীদ আহমাদ ফেরদাউস প্রমুখ।